লন্ডন: শনিবার, ১৮ই চৈত্র ১৪২৩।। দীর্ঘ ৯০ ঘন্টার উদ্বেগ উৎকন্ঠার পর অবশেষে আজ শনিবার খতম হলো মৌলভীবাজারের বড়হাট গ্রামের জঙ্গি আস্তানায় পুলিসের ‘অপারেশন মেক্সিমাস’। এখানে লাশ পাওয়া গেছে একজন মহিলাসহ ৩জনের। দীর্ঘ অভিযান শেষে শনিবার বেলা ১২ টার দিকে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, “আতিয়া মহলসহ বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানে যেসব দক্ষ পুলিশ অফিসার হারিয়েছি, তাদের হত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই ‘আস্তানায়’। এখানে নিহত একজন পুরুষ জঙ্গি বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল। তাই অভিযান বিলম্বিত হয়েছে।”
শনিবার সকাল থেকেই দফায় দফায় গুলি বিনিময় হতে থাকে। নিরাপত্তাকর্মী, পুলিশ ও তাদের সঙ্গে সহযোগিতায় ছিল সোয়াট টিম। সকাল থেকে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায় ওই এলাকায়। পরে বেলা ১২টার সময় মনিরুল ইসলাম জানান, বাড়িটিতে প্রবেশ করে তারা তিনটি মৃতদেহ পেয়েছেন। বিস্ফোরণ এবং অগ্নিসংযোগে তাদের মৃত্যু হয়েছে।