স্টকহলম: সুইডেনের রাজধানী স্টকহলমে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল লরি। ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের। গুলি চলার খবরও এসেছে। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান দাবি করেছেন, এটা সন্ত্রাসবাদী হামলা। শুক্রবার স্টকহলমের কুইন স্ট্রিটের ধারে একটি ডিপার্টমেন্টাল স্টোরে লরিটি ঢুকে পড়ে। পথচারীদের হাঁটা চলার জন্য পছন্দের রাস্তা এই কুইন স্ট্রিট। শহরের অন্য অংশে গুলিচালনার খবর সামনে এসেছে। এখনও দু’টো ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা পরিষ্কার নয়। সামনেই রয়েছে ভারতীয় দূতাবাস। কর্মীরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় টিভি চ্যানেলে দেখা যাচ্ছে, আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছেন মানুষ। কয়েক জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনার এক প্রত্যক্ষদর্শী, ইয়ান গ্রানরথ বলেছেন, ‘আমরা একটা জুতোর দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎই চিৎকার শুনতে পাই। দোকানে গিয়ে দেখি বড় একটি ট্রাক ঢুকে পড়েছে।’ আর এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছে, ডিপার্টমেন্টাল স্টোরের জানলায় লরি ধাকা মারে। বহু মানুষকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা দিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘এটা অত্যন্ত কাপুরুষের মতো কাজ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই চলবে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।’ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস।