লন্ডন: মঙ্গলবার, ৪ বৈশাখ ১৪২৪।। আজ হঠাৎ করেই প্রধানমন্ত্রী তেরেসা মে আগামী ৮ই জুল সাধারণ নির্বাচনের ঘোষনা দিয়েছেন। আগামী বুধবার তিনি সংসদে এই ভোটের প্রস্তাব আনবেন। অপ্রত্যাশিত এই সাধারণ নির্বাচনের ঘোষণায় সাধারণ মানুষ কিছুটা বিস্মিত হলেও বিরুধী শ্রমিক দলীয় নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী ঘোষিত সংসদীয় এই নির্বাচনকে সমর্থন করেছেন বলে জানা গেছে। অবশ্য স্কটল্যান্ড নেতা নিকোলা স্টারজিয়ন, ইউনিয়ন থেকে তরিগড়ি করে বের হয়ে আসার কঠোর সমালোচনা করেছেন।
লিবারেল ডেমোক্রেটিক দলের নেতা টিম ফ্যারন নির্বাচনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, যদি ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ভয়াবহতাকে আটকাতে চান, যদি বৃটেনকে একক বাজারে রাখতে ইচ্ছুক হন এবং যদি উন্মুক্ত, ধ্যৈর্যশীল ও ঐক্যবদ্ধ শক্তিশালী বৃটেন দেখতে চান তা’হলে এটিই সুযোগ।