লন্ডন: চীনা সরকার প্রথানুসারে দেশের উত্তর-পশ্চিশ অঞ্চলের সরকারী কর্মচারী, শিক্ষক ও ছাত্রদের উপর উপবাস না করার নির্দেশ জারি করেছে। চীনারা চেষ্টা করছে মানুষকে রোজা মাসের উপবাস থেকে মুক্ত রাখতে। এ চেষ্টা মূলতঃ তাদের উত্তর-পশ্চিম এলাকা ঝিনজিয়াং থেকে শুরু হয়েছে।
ওই এলাকায় রোজার সময় রেস্তোরাঁগুলো খোলা রাখার সরকারী নির্দেশ জারী করা হয়েছে। পবিত্র রোজার মাসে “সামাজিক শান্তি ও প্রফুল্লতা বজায় রাখা”র জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে তিনি যে ই হোন না কেনো!
ঝিনজিয়াং ছাড়া চীনের অন্যান্য মুসলিম সংখ্যালঘু এলাকায় কিন্তু এরকম কোন নির্দেশ দেয়া হয়নি। নিংঝিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের একজন হুই সংখ্যালঘু মুসলমান ‘রেডিও এশিয়া’কে বলেন যে তিনি বরাবরের মত তার রেস্তোরাঁ রোজার সময় বন্ধ রাখবেন। সূত্র: আরএফএ