‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক কর্মশালা
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার সাকিট হাউসে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল’র চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আলোচনায় অংশ নেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিনা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবুল খায়ের প্রমুখ।
কর্মশালায় অপসংবাদিকতা রোধে সত্য প্রকাশের স্বার্থে ও নিষ্ঠার সাথে দল-মতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের সংবাদ প্রচারের আহ্বান জানান প্রধান অতিথি। এ সময় তিনি বলেন, অপসাংবাদিকতা হচ্ছে যেকোনো সংবাদকে অতিরঞ্জিত করা। এর এখনকার যে দুটি শব্দ প্রচলিত, সেটি হচ্ছে ডিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশন। আজকাল এগুলি নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে। নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য উপাত্ত খুঁজে বের করে এনে সমৃদ্ধ খবর প্রকাশের বিকল্প কিছু নেই।