ফাহাদ আহমেদ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিবাদী সমাবেশ মৌলভীবাজারের চৌমুহনায় দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাকিবুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু তালেব চৌধুরী। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সংগঠক হিরণ আহমেদ, জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন পরিষদের সদস্য রাজিব সূত্রধর।
সমাবেশে বক্তারা বলেন, পতিত সরকার দেশে অস্থিরতা তৈরি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায়৷ যা চট্টগ্রামের ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
তারা আরো বলেন, বিভিন্ন ঘটনাকে পুঞ্জি করে দেশে মৌলবাদী গোষ্ঠীও নিজেদের স্বার্থ হাসিল করতে চায় অথচ বাংলাদেশ চির বৈচিত্র্যের দেশ। বাংলাদেশের সকল মানুষ যাতে নিজের ধর্ম, নিজেদের মতামত অন্য কারোর ওপর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে স্বাধীনভাবে পালন করতে পারে সরকারকে সেদিকে মনযোগ দেওয়ার আহ্বান জানান। একই সাথে সারা দেশে মন্দির, মাজার, স্থাপনা,ঐতিহ্যবাহী মেলা ইত্যাদি বন্ধের নিন্দা জানান এবং দেশের আপামর জনসাধারণকে আহ্বান জানান সকল প্রকার সাম্প্রদায়িক হামলা, দাঙ্গা রুখে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ হওয়ার।
মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) পবিত্র কুমার সরকার (৫২) শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুরে শিক্ষক পবিত্র কুমার সরকার এর কর্মস্থল কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মরদেহ রেখে সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মহনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে রাত ১১টায় শেষকৃত্য দেওয়া হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।