গাজায় ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ ‘সলিডারিটি’ আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য শ্রমিকদলের সাবেক দলনেতা জেরেমী করবিন। তার সাথে আরো বক্তব্য রাখেন ফিলিস্তিন রাষ্ট্রের দূত। তারা অবিলম্বে বৃটেনের সরকারকে বিষয়টি ব্যাপারে ইতিবাচক কর্মোদ্যোগ নেয়ার জন্য জোর দাবী জানান। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ফিলিস্তিনের উপর ইসরাইলের অমানুষোচিত বর্বর আক্রমনের প্রতিবাদে আজ দুপুরে লণ্ডনে হয়ে গেলো বিশাল প্রতিবাদ মিছিল। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এ সবের প্রতিবাদে এবং ফিলিস্তিনী স্বাধীনরাষ্ট্র ঘোষণার দাবীতেই আজ হাজার হাজার যুক্তরাজ্যবাসী লণ্ডনের মার্বেল আর্চ থেকে শুরু করে কেনসিংটনের ইসরাইলী দূতাবাস পর্যন্ত পায়েহেটে সুদীর্ঘ মিছিল নিয়ে প্রতিবাদ জানায়। শ্রমিক নেতা জেরেমী করবিন তার বক্তব্যে জোর দাবী করে বলেন এখুনি ইসরাইলের দখলদারীত্বের অবসান ঘটান, নতুন সকল বসতকারীদের তুলে নেয়া হোক এবং গাজা অবরোধ তুলে নেয়া হোক। ফিলিস্তিনীদের ভূমি দখল করা হয়েছে এবং এখন তাদের নিজেদের বাড়ীঘরে গিয়ে হত্যা করা হচ্ছে। এসব কিছু অনৈতিক, বেআইনী ও অন্যায়। আজকের প্রতিবাদ সভায় বৃটেনের সকল শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। |