লন্ডন: আবারও মানুষের ভিড়ে গাড়ী তুলে দেয়া হয়েছে। এবার ঘটলো বার্সেলোনার রাস রামব্লাস পর্যটক এলাকায়। মানুষের ভিড়ে এই অমানবিক গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে জানাগেছে। আরও অন্তত ১২ জন আহত হয়েছে বলে লিখেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্পেনের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, ‘এটি একটি বড় ধরনের সহিংসতা। যা সন্ত্রাসী হামলাও হতে পারে’। ঘটনাস্থলে টিভি৩ এর এক ক্যামেরাম্যান উপস্থিত ছিলেন। তিনি ঘটনার দৃশ্য ধারণ করতে পারেন। সে ফুটেজে দেখা গিয়েছে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর আরও একটি গাড়ি সেই ভিড়ের মধ্যে প্রবেশ করে।
এটি একটি সন্ত্রাসী হামলা বলে ক্যাটালান পুলিশের টুইট বার্তা থেকে জানাগেছে।