বিএনপি তৃতীয় দফায় আবারো টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ আগামীকাল ভোর ছয়টায় শেষ হবে।
বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৮ ও ৯ নভেম্বর সর্বাত্মক অবরোধের এই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার এক দিন বিরতি দিয়ে বুধবার সকাল ছয়টা থেকে দেয়া এই অবরোধ শুরু হবে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি’র দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে ঢাকা, গাজীপুর এবং চট্টগ্রামে যাত্রীবাহী বাসসহ অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আটক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে পুলিশ আটক করেছে। গত ২৮শে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালীন ঘটে যাওয়া সংঘর্ষের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বার গুলোতে পুলিশের পাশাপাশি সরকার সমর্থকদের অবস্থান চোখে পড়েছে। তবে বিএনপি’র কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।