বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তৌহিদী জনতার নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। কিন্তু লাভ হবে না। গত কাল বৃহস্পতিবার, ২০ মার্চ, বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি এম. নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে সংস্কৃতি তেমনি আমাদেরও সংস্কৃতি আছে। একটার সঙ্গে আরেকটার মিল নেই। ইসলাম হচ্ছে একটা সাম্যের ধর্ম সেখানে আরবিয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সাংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। সমাজের মধ্যে বিরোধ তৈরি করা, সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে। এ সবের মধ্য দিয়ে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে আসে নাই। বাংলাদেশের মানুষ শত অপেক্ষা করছে, গত আঠারো বছর তারা তাদের ভোট দিতে পারে নাই। তাদের মনোনীত নির্বাচিত সরকার গঠন করতে পারেনি। গণঅভ্যুত্থানের প্রায় সাত মাস পেরিয়ে আট মাস চলে গেছে। এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো পথমানচিত্র পাইনি। নির্বাচন যত দেরি হবে, তত পানি ঘোলা হবে। পতিত হাসিনা ও তার দোসরদের কাছে বস্তাভর্তি টাকা আছে। তাদের সুযোগ বেড়ে যাবে।
জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত, সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।