সেবা ও বন্ধুত্বের বহুজাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠন ‘রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্স’ রোটারি হেড কোয়ার্টার থেকে চার্টারপ্রাপ্ত হয়েছে গত ১২ জুলাই ২০১৭। এ উপলক্ষে ২৫ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের এলমাষ্ট হসপিটাল অডিটোরিয়ামে পেরেন্টস ক্লাব রোটারি ক্লাব অব জ্যাকসন হাইটস এর অভিষেক অনুষ্ঠান এবং ইয়ার লান্চিং মিটিং এ পাষ্ট ডিস্ট্রিক্ট গর্ভণর (২০১১-১২) রোটারিয়ান ইরভিং এইচ টলিভার এর কাছ থেকে চার্টার রিসিভ করেন চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর মাহফুজ আদনান। এসময় রোটারি ক্লাব অব জ্যাকসন হাইটসের পাষ্ট প্রেসিডেণ্ট রোটারিয়ান হেনরি হারানান্দেজসহ বিপুল সংখ্যক রোটারিয়ান, রোটারেক্টররা উপস্থিত ছিলেন। রোটারেক্টরের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারেক্টর নুরুল হক কানন, রোটারেক্টর দেওয়ান মেহরাব চৌধুরী, রোটারেক্টর এমদাদুল রাজ্জাকী, রোটারেক্টর আরাফাত হোসাইন, রোটারেক্টর নাঈমুল সামি প্রমুখ।
উল্লেখ্য, আমেরিকার নাগরিক জীবনে থেকেও বাংলাদেশী কমিউনিটির তরুণদের ঐক্যবদ্ধ করেছেন, বাংলাদেশের মুখ উজ্জল করছেন বৃহত্তর সিলেটের প্রিয়মুখ মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আদনান। রোটারেক্ট ক্লাব অব সিলেট নিউ সিটির পর তিনি আর্ন্তজাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর জনপ্রিয় যুবসংগঠন রোটারেক্টকে প্রবাসে তরুণদের বহুমুখী প্রতিভাবিকাশ ও নিষ্কলুস সুশীল বিনোদনের ঘট হিসেবে কমিউনিটির জন্য তৈরি করেছেন। সিলেটের সন্তান মাহফূজ আদনান, সুদূর পশ্চিমের সাগর পারের দেশ আমেরিকার বুকে প্রথম কোন বহুজাতিক বান্ধব ও সেবা সংগঠন রোটারেক্ট ক্লাব নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।