মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া গোখরা সাপের ডিম ফুটে ১৫টি বাচ্চার জন্ম হয়েছে। শনিবার বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে আসে। সপ্তাহ দিন পর এগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের রেঞ্জ কার্যালয়ে তত্ত্বাবধানে বাচ্চা সাপগুলো রয়েছে। জানা যায়, গত ১৪ জুলাই বনবিভাগের লোকজন খবর পেয়ে মৌলভীবাজারের কমলঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের এক বসত বাড়ি থেকে একটি খৈয়া গোখরা সাপ ও ১৫ টি ডিম উদ্ধার করে। তাদের এই উদ্ধার কাজে সহযোগিতা করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বন্যপ্রাণী সেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ট ফর আওয়ার অ্যান্ডেঞ্জার্ড। উদ্ধারের পরের দিন সাপটি লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়। এবং ডিমগুলো রেখে দেয়া হয় বনবিভাগের কার্যালয়ে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগ এর সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ডিমগুলো ফুটার জন্য যাবতীয় ব্যবস্থা করে আমরা রক্ষণাবেক্ষণ করছিলাম। এতে আমরা সফল হয়েছি। একটি ডিমও নষ্ট হয়নি। পাঁচ-সাত দিন পর বাচ্চা সাপগুলোকে লাউয়াছড়ায় ছেড়ে দেয়া হবে। |