মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে খাদ্য পরিদর্শক কিয়াম উদ্দিনের বাড়িতে দুধ্বর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাত সাড়ে ৩ টার সময় বাড়ির পিছনের বারান্দার গেইটের তালা ভেঙ্গে পরে ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের বাকি সদস্যদের এক রুমে জড়ো করে হাত পা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরের আলমারিতে থাকা হীরার আংটি সহ ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে। যাবার সময় সবাইকে হাল্লা চিৎকার করলে ফিরে এসে সবাইকে গুলি হত্যা করার হুমকি দেয়। এদিকে কমলগঞ্জ থানার বিভিন্ন স্থানে গরু চুরি, সিঁদেল চুরি, মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তদের উদ্যোগে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণ, সনদপত্র ও স্বাবলম্বী আত্মকর্মীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো: ইকবাল নাছির এর পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: মহসীন, দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ ও আত্মকর্মী ফজলু সোহাগ প্রমুখ।
আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যুব সংগঠক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৪ এর স্মৃতিরক্ষার্থে ২৪টি বৃক্ষ রোপন করা হয়।
ক্যাপশন: মৌলভীবাজারে জাতীয় যুব দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিরক্ষার্থে ২৪টি বৃক্ষ রোপন করছেন অতিথিরা।
হোসাইন আহমদ, মৌলভীবাজার, ০১ নভেম্বর ২০২৪ইং, মোবাইলঃ ০১৭৩৩৯২০৮৯২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে শ্রীমঙ্গলস্থ উপ মহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) সুধাংশু শেখর দাস, মাহবুবুর রহমান, তপন রায়, মো. মতিউর রহমান, মো. জুয়েল মিয়া, মো. আরাফাত আলীসহ অত্র কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের দপ্তর, ফুল বাগানসহ বিভিন্ন স্থাপনা উপস্থিত সকলকে নিয়ে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
২০০২ সালে তৎকালীন বিএনপি সরকার চট্টগ্রাম বন্দর ২০০ বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কোম্পানিকে লীজ দেয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে বন্দর অভিমূখে লংমার্চ কর্মসূচী ঘোষণা করেছিল তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। লংমার্চে অংশগ্রহণ করে অসুস্থতা জনিত কারণে মৌলভীবাজার জেলার বাসদ নেতা কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইট এবং পরীক্ষার কারণে সিলেট জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন কর্মসূচী সমাপ্ত হওয়ার পূর্বে বাড়ী ফেরার পথে ২৭ অক্টোবর ২০০২ আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় মারা যান!
আজ ২৭ অক্টোবর ২০২৪, রবিবার সকাল ১১টায় কমরেড আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট এর স্মৃতির প্রতি হিলালপুরে উনার কবরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সমন্বয়ক বদরুল হোসেন, জেলা সদস্য হৃদয় অধিকারী, জেলা ফোরামের সদস্য লিটন সূত্রধর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।