প্রনীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জ থেকে।। মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ ইয়াছিন(রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহিী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আদমশাহ(রঃ) মাজার সংলগ্ন মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন। খেলাটি পরিচালনা করেন আমির মিয়া।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মনিরাজ, ২য় স্থান লাভ করেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জালালি ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মনিলাল ৩য় স্থান অর্জন করেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারমেন ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারমেন মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ।
স্থানীয় বাসীন্দা পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এডভোকেট মোহাম্মদ মানোয়ার হোসেন জানান, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক ঘোড় দৌড় দেখতে আসেন। আবহমান গ্রামবাংলার এই প্রতিযোগিতাকালে পুরো এলাকা জুড়ে উৎসবের রূপ নেয়। আধুনিক সভ্য যুগের টেলিভিশন, ফেসবুক ইন্টারনেটের এ যুগে কিছুটা সময়ের জন্য মানুষ নির্মল আনন্দ উপভোগ করেছেন।