1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ওয়াই-ফাই ৭ এসেছে বাংলাদেশে! - মুক্তকথা
রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের টিলাগড় গ্রামের এক গৃহবধুর আত্মহত্যা(?) নদী ভাঙ্গন আতঙ্কে উদ্বেগ-উৎকণ্ঠায় এলাকাবাসী ॥ ইটের খুয়ার পরিবর্তে গুড়া! অ্যাপ্‌লের জিনিস আর ভারতে বানাবেন না! পারমাণবিকের ৮জন কর্মচারীকে সাময়িক অপসারিত বগুড়ায় জাতীয় সংগীত চলাকালে হামলার প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার বিষয়ে ব্যবস্থা নিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে আইনজীবী সুজন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। তিয়ানশী’র উদ্যোক্তা সমাবেশ নিবিড় পরিচর্যায় অধ্যাপক আজিজ। স্বয়ং গ্রামবাসীগন রাস্তা মেরামত করলেন নারী মাদক ব্যবসায়ী আটক ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫

ওয়াই-ফাই ৭ এসেছে বাংলাদেশে!

আল-আমিন হোসেন॥
  • প্রকাশকাল : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪১২ পড়া হয়েছে

বাংলাদেশে ওয়াই-ফাই ৭
নিয়ে এলো হুয়াওয়ে

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ওয়াই-ফাই-৭ ‘অভিগমন বিন্দু'(এক্সেস পয়েন্ট) পণ্য নিয়ে এসেছে হুয়াওয়ে। দেশে এই প্রথমবারের মতো ওয়াই-ফাই ৭ ব্যবহার উপযোগী অভিগম্য বিন্দু পণ্য উন্মোচন করা হয়েছে। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিস্তৃতমাত্রার সর্বাধুনিক এই ওয়াই-ফাই পণ্যগুলো নিরবচ্ছিন্ন বিস্তৃত যোগাযোগ(নেটওয়ার্ক) সরবরাহের মাধ্যমে সর্বোচ্চমানের সংযোগ দিতে সক্ষম।

এ উপলক্ষে কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে হুয়াওয়ে ‘সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপে’র ভাইস প্রসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন লিউ, হুয়াওয়ে এশিয়া প্রশান্তসাগরীয় অঞ্চলে বিস্তৃত যোগাযোগের প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ও মৌলকলাকার ভিক্টর লাপিয়ান, হুয়াওয়ে সাউথ এশিয়ার ‘এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউশন সেলস’এর পরিচালক ম্যানফ্রেড কাই এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার ‘ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক সলিউশন’ বিভাগের নেটওয়ার্ক সলিউশন ডিরেক্টর মির্জা মো.আনজামুল বাশেদ(মারুফ) উপস্থিত ছিলেন।

শিক্ষা, উৎপাদন লাইন এবং ‘মেটাভার্স’ সম্পর্কিত শিল্পগুলোর পাশাপাশি এআর/ভিআর এডুকেশন, স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান পরিদর্শন(অটোমেটিক অপটিক্যাল ইন্সপেকশন) ইত্যাদি ক্ষেত্রে পণ্যগুলো ব্যবহারের সুফল পাওয়া যাবে। এসব পণ্য বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকেও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

অ্যালেন লিউ বলেন, “সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাত এগিয়ে যাচ্ছে। হুয়াওয়ে বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও উদ্ভাবনী পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্যই বাংলাদেশে আমরা ওয়াই-ফাই ৭ নিয়ে এসেছি। এটি শুধু একটি যুগান্তকারী পদক্ষেপ নয়; এটি নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং দ্রুত সংযোগের মাধ্যমে ভবিষ্যতের পথে যাত্রা।”

বাজারে আসা ছয়টি ডিভাইসগুলো হলো এয়ারইঞ্জিন ৫৭৭৩-২১, এয়ারইঞ্জিন ৫৭৭৩-২২পি, এয়ারইঞ্জিন ৫৭৭৩-২৩এইচ, এয়ারইঞ্জিন ৫৭৭৩-২৩এইচডাব্লিউ, এয়ারইঞ্জিন ৫৭৭৬-২৬, এবং এয়ারইঞ্জিন ৬৭৭৬-৫৬টিপি। ব্যান্ডউইডথ ক্যাপাসিটি এবং স্মার্ট অ্যান্টেনার বিবেচনায় এই ভ্যারিয়েন্টগুলো আনা হয়েছে বলে হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT