লন্ডন: মঙ্গলবার, ৩রা মাঘ ১৪২৩।। বর্ষবরণের রাতে ভারতের হাইটেক শহর বেঙ্গালুরুতে গণশ্লীলতাহানির পর এবার পাকিস্তানের করাচিতে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম এর নিজস্ব অনুষ্ঠানে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। অবশ্য দুষ্ট চক্র একাজে কামিয়াব হতে পারেনি। খবর দিয়েছে ভারতের বাংলা পত্রিকা ‘বর্তমান’। ইতিপূর্বে বিবিসি ভিডিও সহ এ খবর দেয়।
করাচি থেকে পিটিআই’এর সূত্র দিয়ে বর্তমান লিখেছে- নিজের কনসার্টে এক তরুণীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচালেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। গত শনিবার ঘটনাটি ঘটেছে করাচিতে ‘করাচি ইট ২০১৭’ নামের অনুষ্ঠানে। অনুষ্ঠান চলাকালীন ৩৩ বছরের গায়ক খেয়াল করেন, সামনের সারিতে বসা এক তরুণীকে ক্রমাগত উত্ত্যক্ত করছে একদল যুবক। কনসার্টের চড়া মিউজিকের মধ্যে চিৎকার করেও কারও দৃষ্টি আকর্ষণ করতে পারছিলেন না ওই তরুণী। সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন আতিফ আসলাম। ইশারায় অন্য মিউজিশিয়ানদেরও থামতে বলেন। গান থামিয়ে রীতিমতো চিৎকার করে ওঠেন আতিফ আসলাম। নেমে পড়েন মঞ্চ থেকে। সোজা সামনের সারিতে চলে যান। কড়া ভাষায় বলেন, কোনদিন মেয়ে দেখিসনি? এখানে তোদের বাড়ির মেয়েরাও থাকতে পারেন। তাঁদের কথা চিন্তা কর। এরপর মেয়েটিকে নিয়ে মঞ্চে উঠে যান। মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি অনুষ্ঠানের উদ্যোক্তাদের নির্দেশ দেন। পরে গান শুরু করার আগে আতিফ সেই যুবকদের উদ্দেশ্যে বলেন, মানুষের মতো আচরণ করতে শেখ। এই ঘটনার পুরো ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে। বহু হিন্দি ছবির হিট গানের শিল্পী আতিফের প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তরা। ফেসবুক, ট্যুইটারে সোচ্চার হয়েছেন বহু মানুষ। একই সঙ্গে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বড় কনসার্টের মধ্যেও কীভাবে একটি মেয়ে শ্লীলতাহানির শিকার হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদি আতিফ আসলামের নজরে না পড়ত, তাহলে ওই মেয়েটির সঙ্গে কী হত, তা ভেবেই অনেকে শিউরে উঠেছেন। যদিও ওই কনসার্টের উদ্যোক্তারা এই নিয়ে মুখ খোলেনি। এর আগে বর্ষবরণের রাতে হাইটেক শহর বেঙ্গালুরুতে গণশ্লীলতাহানির ভিডিও দেখেছিল সমগ্র বিশ্ব। পুলিশের সামনেই ভিড়ের মধ্যে মহিলাদের উপর অত্যাচার করে কিছু মদ্যপ যুবক। এই নিয়ে প্রবল সমালোচনার মধ্যেই আতিফ আসলামের কনসার্টের ঘটনা নতুন করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
ধর্ষণ আর শ্লীলতাহানি নিয়ে কিছুদিন আগে জার্মানীতে সংঘটিত একটি প্রতিবাদের নমুনা-