1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি- মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

কমলগঞ্জের দিনলিপি-

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬৩৮ পড়া হয়েছে

নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরী উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির রোডের লেবু মিয়ার বাসা থেকে নিখোঁজের এক সপ্তাহ পর এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানা পুলিশ জানায়, আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মুহিবুর রহমানের কিশোরী মেয়ে নিখোঁজের পর থানায় একটি সাধারণ ডায়েরী করা হলে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমদের নেতৃত্বে একদল পুলিশ শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির রোডের লেবু মিয়ার বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চদ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কমলগঞ্জে ভানুগাছ দেবনাথ সমিতির উদ্যোগে সমাজের সার্বিক উন্নয়ন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি সার্বজনীন শ্রী শ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণে ভানুগাছ দেবনাথ সমিতির উদ্যোগে সমাজের সার্বিক উন্নয়ন কল্পে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়। ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক কালীপদ দেবনাথের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভানুগাছ দেবনাথ সমিতির উপদেষ্টা ডা: অনন্ত দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক দেবনাথ, রাইমোহন দেবনাথ, শৈলেন্দ্র দেবনাথ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ডা: শ্রীনিবাস দেবনাথ, তপোধন দেবনাথ (রাখাল), নারায়ণ দেবনাথ, বকুল দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরেশ দেবনাথ, উপানন্দ দেবনাথ, রনজিৎ দেবনাথ, রন্টু দেবনাথ, সুব্রত দেবনাথ, অমিত দেবনাথ, দীপা রানী দেবী, শাপলা রানী দেবী প্রমুখ।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে এবছর ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপুজা-২০২০ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃংখলা বিষয়ে উপজেলা পশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছমল ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ নিধু প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে এবারের শারদীয় দুর্গপূজা উদযাপন করতে হবে। করোনার ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে পূজা করা যাবে। এটি যেন উৎসবে রুপান্তরিত না হয়। সভায় কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা পূজামন্ডপের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। অনুষ্ঠান শেসে প্রতিটি পূজামন্ডপের জন্য সরকারি বরাদ্দকৃত ৫০০ কেজি বরে জিআর চালের ডি.ও বিতরণ শুরু হয়।

ডর্মিটরি বিল্ডীং নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নস্থ শিব বাজারে নির্মাণাধীন মণিপুরী ললিতকলা একাডেমির প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডর্মিটরি বিল্ডীং নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও সুধীবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিগণের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আজ ৯ অক্টোবর বেলা ১১টায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান, প্রতিমন্ত্রীর সহধর্মিনী ডক্টর সোহেলা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক প্রমুখ।
এছাড়া ও সহকারী কমিশনার (ভূমি)- নাসরিন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট আজাদুর রহমানসহ মণিপুরী ললিতকলা একাডেমির কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT