1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

কমলগঞ্জের দিনলিপি

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২১৮ পড়া হয়েছে

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫৯টি

পাসের হার ৮৯.৮৯ ভাগ ॥ দুটি প্রতিষ্ঠানে শতভাগ পাশ

৭৯টি জিপিএ-৫ পেয়েছে

শমশেরনগর বিএএফ শাহীন কলেজ

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২৫৯টি। এ উপজেলায় ৩৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৮৫ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৮৯.৮৯ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৭৯টি জিপিএ-৫ লাভ করেছে। প্রথমবারের মধ্যে শতভাগ পাস করেছে আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২টি জিপিএ-৫ সহ কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৬০.৪৬ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৭৯টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩৫টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ২৯টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ২৯টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ২০টি, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৬টি, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১২টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ১১টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ১১টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৪টি, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩টি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে ৩টি, কামুদপুর উচ্চ বিদ্যালয়ে ৩টি ও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৬০.৪৬ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯২.৫০ ভাগ।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মোট ২৬১টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৭৯টি জিপিএ-৫ লাভ করে।


কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

 

দেওন্ডী টি কোম্পানি কর্তৃক পরিচালিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের কর্মচারীদের নায্য বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে ও মিরতিংগা চা বাগান ইউনিট সদস্যদের উপস্থিতিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহসভাপতি শেখ কাওসার মিয়া, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস, মিরতিংগা ইউনিট প্রতিনিধি সিদ্ধার্থ ভট্টাচার্য তরুন, সিনিয়র স্টাফ কানন বিহারী ভট্টাচার্য, আঞ্চলিক সম্পাদক কামাল হোসেনসহ কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ও মিরতিংগা চা বাগান ইউনিট এর সকল সদস্যবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম সংগঠনের নেতৃবৃন্দদের আশ্বস্ত করেন।


শোক সংবাদ

॥ শিক্ষক সিকান্দর আলী আর নেই॥

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা নিবাসী পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক সিকান্দর আলী (৮০) গত রোববার (১২ মে) বেলা ২.২০ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম সিকান্দর আলী জানাযার নামাজ সোমবার দুপুর ২.৩০মিনিটে শ্রীসুর্য্য রথের টিলা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সিকান্দর আলীর মৃত্যুতে গভীর শোক করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি. কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দর আলীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


 

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান

মৌলভীবাজারের কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি- ২০২৩ এর ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। গত শুক্রবার (১০ মে) কমলগঞ্জের আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

 

অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্ঠা জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও পরিচালক অয়েকপম অঞ্জু দেবী ও মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কবি, গবেষক ও লেখক এ, কে, শেরাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৩ এর আহ্বায়ক মুজিবুর রহমান রঞ্জু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিহার রঞ্জন, আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ, কৃষ্ণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, তেতইগাঁও রসিদ উদ্দিন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন, বাংলাদেশ মণিপুরি সাহিত্য পরিষদের সাহিত্য সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর-ই এলাহী।

বৃত্তিপ্রদান উপলক্ষে অয়েকপম ফাউন্ডেশনের পক্ষে প্রকাশিত একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় বক্তারা এ কার্যক্রমের প্রশংসা এবং ফাউন্ডশনের আগামী পথচলা আরো সুন্দর ও সফলতা কামনা করেন।

কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির সম্প্রসারণ উদ্যোগে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৮জন কৃষকের মধ্যে ৮টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এডভোকেট মো: সানোয়ার হোসেন প্রমুখ।

কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না, তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT