1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি... - মুক্তকথা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

কমলগঞ্জের দিনলিপি…

প্রনীত দেবনাথ॥
  • প্রকাশকাল : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ পড়া হয়েছে

স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়


মৌলভীবাজারের থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা গত মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মলের এস পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিনিয়র সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস, কে দাস, মোস্তাফিজুর রহমান, আসহাবুজ্জান শাওন, সালাউদ্দিন শুভ, আব্দুল মুক্তাদির, জালাল আহমেদ, আশরাফ সিদ্দিক পারভেজ, কামরুজ্জামান, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, খালেদ সাইফুল্লাহ, আব্দুল মুমিন, রাজন আবেদীন রাজু, আব্দুল কাইয়ুম, জায়েদ আহমেদ, সাইদুল ইসলাম চৌধুরী, আব্দুস সালাম, মালেক মিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, কমলগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। থানায় সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।

এসময় সাংবাদিকরা পুলিশের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং এর উৎপাত, ইভটিজিং, যানজট নিয়ন্ত্রণ, চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

নবাগত ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, কমলগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে। সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারব। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না তাদের গঠনমূলক সমালোচনা প্রশাসনের কর্মকা-কে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।


 

কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত


মৌলভীবাজারের কমলগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)’র আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া প্রমুখ।

কংগ্রেসে মোট ১শ’ জন সদস্য অংশগ্রহণ করেন। এরমধ্যে কৃষক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি


কমলগঞ্জে প্রণোদনার আওতায় সার, বীজ পাচ্ছে ৩ হাজার ৬ শত জন কৃষক


মৌলভীবাজারের কমলগঞ্জে (২০২৪-২৫) অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার(৩০ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার ৩হাজার ৬শত পনেরো জন কৃষককে ৫ কেজি আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

 


গ্রাউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ


মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সামাজিক সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ করা হয়। রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে “ইস্পাহানি চক্ষু হাসপাতাল” এর পরিচালনায় দিন ব্যাপি ফ্রি চক্ষু শিবির পরিচালিত করেছে। চা বাগানে বসবাসরত গরীব অসহায় হতদরিদ্র চক্ষু চিকিৎসায় বঞ্চিত ৩ শতাধিক পিছিয়ে পড়া মানুষ ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ ও পরামর্শ গ্রহণ করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) উপস্থিত বাংলাদেশ ব্যাংক এর গৃহায়ণ ডিপার্টমেন্ট কর্মকর্তা আকরাম আহমেদ ও মাসুদ হাসান গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ডিভিশনের ব্যবস্থাপক প্রণয় রঞ্জন বিশ্বাস, শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সুমন্ত বিশ্বাস ও অতুল কুমার পাল, গ্রাউক শমশেরনগর ব্রাঞ্চ ম্যানাজার জ্যোর্তিময় পাল নিতু, মাধবপুর শাখা ব্যবস্থাপক অনিক বিশ্বাস ও অপূর্ব সরকার অপু, বিশিষ্ট সমাজসেবক কমলা কান্ত সিংহ, পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল, লিটন গঞ্জু এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা সন্তোষ লোহার, সভাপতি বিষ্ণু হাজরা রাজু প্রমুখ। চক্ষু শিবির শেষে আগত গ্রাউক এর পক্ষ থেকে রোগীদের একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

 


 

বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২


মৌলভীবাজারের কমলগঞ্জে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে বিদেশী সিগারেট ও ২ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ৯ টায় কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেট জব্দসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩২) ও আব্দুল হান্নানের ছেলে মোঃ রাহী (১৯) কে আটক করা হয়। জব্দকৃত বিদেশী সিগারেট এর বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী দেশ ভারত হইতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে উক্ত সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে নিয়া আসিয়া আশপাশ এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসতেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT