1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাউকে বাদ দিয়ে নয়(এলএনওবি) জোটের বিভাগীয় সমন্বয় কমিটি গঠন - মুক্তকথা
রবিবার, ০২ মার্চ ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসে বাঙ্গালী… শ্রীমঙ্গল-কুলাউড়ার ঝুঁকিপূর্ণ রেলপথেই পর্যটকদের ভয় ভ্রমনপিপাসুদের উপচে পড়া ভিড়ে কমলগঞ্জ জামায়াত নেতার উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন

কাউকে বাদ দিয়ে নয়(এলএনওবি) জোটের বিভাগীয় সমন্বয় কমিটি গঠন

সৈয়দ ছায়েদ আহমেদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৯৭৫ পড়া হয়েছে
 

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা সংগঠনসমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়'(এলএনওবি) জোটের বিভাগীয় সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। হবিগঞ্জে শায়েস্থাগঞ্জ উপজেলা অন্তর্জাল পরামর্শক পরিষদের(এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন) সভাপতি উপাধ্যক্ষ জালাল উদ্দীন রুমি সভাপতি, সিলেট জজকোট এর জ্যেষ্ঠ আইনজীবি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা অন্তর্জাল পরামর্শক পরিষদের(এডভোকেসি নেটওয়ার্ক কমিটির) কার্যনিবার্হী সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পরিষদ গঠন করা হয়।

সোমবার (২৩ জানুয়ারী) সিলেটের মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমে মানবাধিকার ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় প্রশিক্ষণ শেষে কমিটির নাম ঘোষণা করেন বিষয় পরিষদের জ্যেষ্ঠ সদস্য(সাবজেষ্ট কমিটির সিনিয়র সদস্য) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সিলেট খাদিমনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার ও সিলেট প্রেসক্লাবের সদস্য খালেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, কোষাধ্যক্ষ বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হিজরা যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তা, প্রচার সম্পাদক জৈন্তাপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল (হবিগঞ্জ), আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু (মৌলভীবাজার), সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন ইসলাম হালিমা, আতাউর রহমান শামীম (সিলেট), শেখ নুরুল ইসলাম খালেদ (সিলেট), এমডি আব্দুল মাহিদ (মৌলভীবাজার) ও চাঁদের আলো সামাজিক সংগঠনের সভাপতি মাইশা হিজরা সাধারণ সদস্য (হবিগঞ্জ)।
সাধারণ সদস্য জুয়েল আহমেদ, মহিবুর রহমান, মোতাহের হোসেন বিল্লাহ, চা-শ্রমিক নেতা রাজু গোয়ালা, ব্যাংকার সৈয়দ ইস্তাদুল পাবেল, এমডি মঈনুদ্দিন, সাংবাদিক সুবর্ণা হামিদ ও হ্যাপী দে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ‘বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি(বন্ধু)’ আয়োজনে সিলেট বিভাগের তিন জেলার বিভিন্ন শ্রেণী পেশার ২৫ সদস্যের সমন্বয়নে এ কমিটি গঠন করা হয়। এসময় অর্থদাতা ও কারিগরি ও আয়োজক প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT