তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকারকে গৃহস্থালি কাজ মূল্যায়নের একটি মাপকাঠি তৈরি করতে হবে। গৃহস্থালি কাজকে আইনগত কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারলে রাষ্ট্র, সমাজ ও পরিবারে যেমন গৃহস্থালি কাজের মূল্যায়ন নিশ্চিত করা যাবে, তেমনি দেশের প্রবৃদ্ধির সঠিক চিত্র ধরতে পারবো।’
তিনি বলেন, ‘গৃহস্থালি কর্মসহ সকল আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কাজের যথাযথ মূল্যায়নের মধ্যে দিয়ে লিঙ্গ বৈষম্য দূর হওয়ার পাশাপাশি এর মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্টে পৌঁছানোও আমাদের জন্য সহজ হবে।’ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) ও একশন এইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘গৃহস্থালি কর্মকাণ্ডে নারীর শ্রম’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারী শ্রমের স্বীকৃতি ও যথাযথ মূল্যায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্য মন্ত্রী বলেন, ‘সমাজকে এগিয়ে নিতে চাইলে যারা গৃহস্থালি কাজের সাথে যুক্ত থাকেন, তাদের কাজের মূল্যায়ন করতে হবে।’ গৃহস্থালি কাজের মূল্যায়নের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গৃহস্থালি কাজের মূল্যায়নের বিষয়ে জনগণকে সচেতন করাসহ সরকারকে আইন তৈরিতে উৎসাহী করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ-এর সদস্য ড. মেঘনা গুহ ঠাকুরতা ও একশনএইড বাংলাদেশ-এর ম্যানেজার (কমিউনিকেশন) শেখ মনজুর-ই-আলম। ঢাকা ও ঢাকার বাইরের মোট ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণটিতে অংশ নিয়েছেন। কর্মশালার সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান। ইত্তেফাকের খবর।
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন