ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তারবড়লেখা থেকে সংবাদদাতামৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ধর্ষণের অভিযোগে রাজেন রায়(২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার, ১৪ মার্চ, বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম সরকার জানান, বৃহস্পতিবার, ১৩ মার্চ, নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে(২১) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন জানান, নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পুকুরের পানিতে ডুবে ২শিশুর মৃত্যুমৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার, ১৫ মার্চ, বিকেলে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে। উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো—বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ বয়স ৬ ও তদীয় ভগ্নীপুত্র শামীম আহমদ বয়স ৮বছর। শামীম নানা বাড়ি থেকে থেকে লেখাপড়া করত। স্থানীয় বাসিন্দারা জানান, জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শনিবার রাতে বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
গ্রীনভিউ নামের নতুন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকুলাউড়া থেকে সংবাদদাতা
গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুলাউড়ায় উদ্বোধন করা হয়েছে গ্রীনভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে নতুন একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বিগত ২৬ ফেব্রুয়ারি দুপুরে কুলাউড়া উত্তরবাজারস্থ হাসপাতাল ভবনে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মো. ইসলাম উদ্দিন গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে বলেন, অত্র অঞ্চলের মানুষের সাথে সুখে দুঃখে থাকার মানবিক ইচ্ছা থেকেই কুলাউড়ায় এ হাসপাতাল প্রতিষ্ঠা। তিনি আরো বলেন, দেশের এই যুগসন্ধি লগ্নে মানুষের নিকট স্বল্পমূল্যে ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্য নিয়ে আমাদের এ যাত্রা। কুলাউড়া অঞ্চলের মানুষ হিসেবে আমার এলাকার অবহেলিত ও অসহায় মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি হাসপাতালের সেবার বিষয় উল্লেখ করে বলেন, অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা থাকবে। হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ের ব্যবস্থা রয়েছে ন্যায্যমূল্যে। আগামীতে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য এ হাসপাতাল থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের ও বাইরের ডাক্তারের পরামর্শ নিয়ে মানসম্পন্ন চিকিৎসাসেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। সুবিধাবঞ্চিত অত্রাঞ্চলের মানুষ যাতে এ হাসপাতাল থেকে সুচিকিৎসা নিতে পারে সে ব্যাপারে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, পৌর আমির রুহুল আমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের নায়েবে আমির আতিকুর রহমান, হাসপাতালের অন্যতম পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক মোতাব্বির হোসেন তুলা প্রমুখ। অবৈধভাবে ভারত যাবার পথে নারী-শিশুসহ আটক ৭মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন—কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু, শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীগোবন্দিপুর চা বাগানে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন শুরু কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিকমলগঞ্জ উপজলোর শ্রীগোবন্দিপুর চা বাগানে আনুষ্ঠানকিভাবে চা পাতা চয়ন শুরু হয়েছে। গত সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় বাগানের ৩ নং সেকশনে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীগোবিন্দপুর চা বাগানের স্বত্তাধিকারী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু, এ মৌসুমের প্রথম ব্যক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে পাতা চয়নের উদ্বোধন করেন।
সাধারণত ডিসম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দু’তিন মাস চা-বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবধিা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। শ্রীগোবিন্দিপুর চা বাগানে নতুন পাতা চয়ন উদ্বোধন শেষে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রশান্ত কুমার সরকার জানান, বাগানে দোয়া মাহফিল এবং চা শ্রমিকদের পক্ষ থেকে গীতাপাঠসহ পূজা-অর্চনার মাধ্যমে চায়ের কচি পাতা দু’হাত ভরে উত্তোলন করছেন চা শ্রমিকরা। শ্রীগোবিন্দপুর চা বাগানের স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধু বলেন, আমরা চা উৎপাদনে সবচেয়ে বেশি মনোযোগি উন্নতমানের চায়ের উপর। আমার স্টাফদের বলেছি মানোন্নত চা উৎপাদন নিশ্চিত করার জন্য। চায়ের মান বাড়ানোর জন্য আমরা প্রুনিং করেছি এবং চা গাছের সর্ব্বোচ্চ পরিচর্যা করানো হয়েছে। এজন্য এবার আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি ৯ লাখ কেজি চা উৎপাদনের। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সেটা সম্ভব। তিনি আরো বলেন, মালিক এবং শ্রমিকের মধ্যে সুসর্ম্পক থাকলে একটি শিল্প অনেক এগিয়ে যায়। এতে মালিকের পাশাপাশি শ্রমিকরাও উপকৃত হন। অপরদিকে ন্যাশনাল টি কোম্পানীর মাধবপুর চা বাগানসহ অন্যান্য চা বাগানে নতুন পাতা চয়ন শুরু হয়েছে। |