1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা বাগানে পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময় - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

চা বাগানে পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৬১৬ পড়া হয়েছে
শ্রীমঙ্গল(মৌলভীবাজার), ২৬ মে ২০২২ খ্রি

মৌলভীভাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের পানি, স্যানিটেশন ও হাইজিন: বাস্তবতা ও করনীয় বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সভাকক্ষে প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কারস ইন বাংলাদেশ প্রকল্পের অনুকুলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আইডিয়া ও ওয়াটারএইডের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক-আবদুস শহীদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও টিআইবি কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।

আইডিয়া-ওয়াশ প্রকল্পের এডভোকেসী অফিসার বিশ্বজিৎ দেব রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মৃনাল কান্তি দাস। সভায় মূল বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিয়া-ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, রাজঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমেদ, এইচপি সংস্থার ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন, ডেভেলপমেন্ট অফিসার মো: রুহুল, কালিঘাট ইউনিয়নের ১নং সদস্য আবদুস ছত্তার, সাতগাও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সঞ্জিত বুনারজি, ৯নং ওয়ার্ড সদস্য সুজন বৃনারজি, ৭ নং ওয়ার্ড সদস্য দুলাল বুনারজি।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজঘাট, লাখাইছড়া ও হুগলীছড়া চা বাগানের পঞ্চায়েত,সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য, হোপ ফর দ্যা পুরেস্ট প্রতিনিধি, সাংবাদিক এবংউপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের মাঠ পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT