বীর মুক্তিযোদ্ধা রামলাল রাজভর। রাজনগর উপজেলার সোনাতলা, মাতিউড়া(রাজনগর) চা-বাগান অধ্যুষিত টেংরাবাজার এলাকাধীন মানুষ। চা-বাগান শ্রমিকদের দাবী-দাওয়া নিয়েই তার রাজনৈতিক জীবনের সূচনা। নিবেদিত প্রান মানুষ। সাম্যের নীতিতে বিশ্বাসী সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার রাজনীতির তাগিদ অনুভব করেন জীবনের পলে পলে। চা-শ্রমিকদের নিয়ে খুবই সতর্কতার সাথে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। শ্রমিক রাজনীতিতে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নিবেদিত প্রান নেতা। বয়সের দিক থেকে এখন পৌঢ়ত্বের দ্বারপ্রান্তে। তিনি বাংলাদেশের চা-শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন তার ফেইচবুকে। তার সে সমর্থনের কথা আমাদেরকেও জানিয়েছেন। তিনি তাঁর ফেইচবুকে যেভাবে বক্তব্য রেখেছেন তার হুবহু আমরা এখানে তুলে দিলাম। |
২৫ আগষ্ট তারিখ দিয়ে তিনি লিখেছেন- “25 August at 10:49 চা-শ্রমিক সন্তান বীর মুক্তিযোদ্ধা |