1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাতকের জনজীবন - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ছাতকের জনজীবন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ২৫৬ পড়া হয়েছে

আটক ৬জুয়াড়িকে জেল হাজতে প্রেরণ

ছাতকে পুলিশের অভিযানে ৬জুয়াড়ি আটক করা হয়েছে। এব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর আলম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ১৭জানুয়ারি এদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়। আটককৃত জুয়াড়িরা হলো, উপজেলার কালারুকা ইউনিয়নের চানঁপুর গ্রামের মৃত আব্দুল মনিরের পুত্র নূরুল হক (৫৫), কালারুকা পূর্বপাড়ার মৃত রাহিম আলীর পুত্র ছোয়াব আলী (৫০), পৌরসভার বৌলা আবাসিক এলাকার মৃত আছকন্দর আলীর পুত্র সামছুল হক (৪০), তাতিকোনা আবাসিক এলাকার মৃত তৈমুছ আলীর পুত্র সমর আলী (৬০), একই এলাকার মৃত জুনাব আলীর পুত্র নিলু মিয়া (৫৫) ও মৃত আব্দুল মনাফের পুত্র ইকরাম আলী (৪৪)।
মঙ্গলবার ১৬জানুয়ারি সন্ধ্যায় শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকার একটি ভবনে জুয়ার আসর থেকে এদেরকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


স্বাস্থ্য মন্ত্রী ও ভারতীয় হাই কমিশনারের আগমনে প্রস্তুতি সভা

ছাতকে ২৪জানুয়ারি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ঢাকাস্থ ভারতিয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা এর আগমনকে সফলের লক্ষ্যে দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮জানুয়ারি চেচানবাজারে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মন্নান, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া বাদল, এলাছ মিয়া, আজিজুর রহমান মেম্বার, লিলু মিয়া, নূরুল ইসলাম মাস্টার, দেবাশীষ রঞ্জন দাস, আজিজুর রহমান মেম্বার, আব্দুস শহিদ, ছালিক মিয়া, জহির আলী, আবদুস ছোবহান, মফজ্জুল আলী মেম্বার, আব্দুল আলিম মেম্বার, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগ সভাপতি তাজাম্মুল হক রিপন প্রমূখ।
সভায় ২৪জানুয়ারি নেতৃবৃন্দের শুভাগমনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এসময় ভূইগাঁও, জাতুয়াবাজার, খুরমা, দড়ারপারসহ অন্যান্য এলাকায় প্রস্তুতি সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধনে তারা আসছেন বলে জানা গেছে।

দোয়ারায় মেরিট কেয়ার একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসিদের সংবর্ধনা

দোয়ারাবাজারে যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার ১৬জানুয়ারি পান্ডারগাঁও ইউয়িনের শ্রীপুর বাজারে মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে প্রিন্সিপাল সফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জাবরুল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার চীফ এডভাইজার আলহাজ্ব মোহাম্মদ নূর বক্স। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিষদের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব হেলাল উদ্দিন, সহকারি সেক্রেটারি আতাউর রহমান, যুগ্ম-সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ কয়ছর খান, মেরিট কেয়ার একাডেমির পরিচালনা কমিটির সদস্য গ্রীস প্রবাসি হাফেজ মাওলানা সফিকুল ইসলাম, সৌদি আরব প্রবাসি মিরাস উদ্দিন মুরাদ, বালাগঞ্জ পরিসংখ্যান ব্যুরো অফিস সহকারি মোশাহিদ আল- মামুন, দোয়ারা পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদুয়ানূর রহমান আঙ্গুর, সহকারি শিক্ষক রিয়াজ উদ্দিন, আব্দুল কদ্দুছ রনি, পারভিন বেগম, রোজিনা আক্তার, রাজিব সূত্রধর। সভায় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগি অলিউর রহমান, আবিদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছমির আলী, হাবিবুর রহমান মেম্বার, ডাক্তার আব্দুস ছোবহান, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজ উদ্দিন, নূর ইসলাম নূরী, অভিভাবক আব্দুল হক, শহিদ আলী, আব্দুস শুকুর, শফিক উদ্দিন, খালেদ হোসেন, জুনেল আহমদ, নাজমুল হাসান, রশিক আহমদ, বাছির মিয়া, আক্কল আলী প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মেরিট কেয়ার একাডেমির সহকারি শিক্ষক আব্দুল কাইয়ূম। সভার শুরুতে পবিত্র ক্বোরআন থেকে অভিভাবক হাফেজ হাবিবুর রহমান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT