1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাত্র বান্ধব ছাত্ররাজনীতি নির্মাণ... - মুক্তকথা
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

ছাত্র বান্ধব ছাত্ররাজনীতি নির্মাণ…

রাজন তৌফিকুল॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ পড়া হয়েছে

ছাত্র বান্ধব ছাত্ররাজনীতি নির্মাণের জন্যই ছাত্রশিবিরের জন্ম
ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা
ছাত্রশিবিরের অঙ্গীকার

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণ্যাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।

আজ বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণ্যাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোড পয়েন্টে সমাবেশ করে। মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি তারেক আজিজ। আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দীন, সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক শহর মাদরাসা সম্পাদক দেওয়ান আশিক আল রশিদ।

সমাবেশে শহর সভাপতি তারেক আজিজ বলেন, ইসলামী ছাত্রশিবিরের জন্মই হয়েছে ছাত্র বান্ধব একটি ছাত্ররাজনীতি তৈরি করার জন্য। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই ছাত্র ভাইদের ক্যাম্পাসে যাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। ছাত্র সংসদ, ভিপি, ছাত্ররাজনীতি চালু করুন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে ছাত্রদের নির্যাতন বন্ধ করুন। আমরা প্রশাসনকে বলতে চাই আজকে যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করুন। আমরা আজকে এই সমাবেশে একটি দাবী জানাতে চাই, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের অন্যতম দায়িত্বশীল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন।

এটিএম আজাহারুল ভাইয়ের উপর যে জুডিশিয়াল কিলিং চলমান আছে তা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, ইসলামি ছাত্রশিবির ঘরে বসে থাকবেনা। চাঁদাবাজ ও কিশোরগ্যাংকে বন্ধ করুন। ইসলামী ছাত্রশিবির সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সেই যায়গায় কোনো একশনে যাচ্ছে না। যারা জলাভূমি দখল করতেছেন, যারা পরিবেশ খেকু, তাদেরকে প্রতিহত করুন। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার যে অঙ্গীকার নিয়েছে তাতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT