মৌলভীবাজার অফিস।। বিজয়দর্পে তূর্যনাদে জাতীয় চিত্রাংকনে গ্রান্ড চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে এনেছে মৌলভীবাজারের তূর্য। গ্রাণ্ড চ্যাম্পিয়নের বিজয় মুকুট জয় করে আলোকিত করেছে মৌলভীবাজারবাসীর মুখ। মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাসুদেবশ্রী গ্রামের নবম শ্রেণীর ছাত্র তূর্য্য দত্ত জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রান্ড চ্যাম্পিয়ন হয়েছে।
গত ১৭ই মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জাতীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে অনুষ্ঠিত ‘গ’ বিভাগের চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রান্ড চ্যাম্পিয়নের বিশেষ সন্মাননা দেয়া হয় তাকে।
সে বিপুল রঞ্জন দত্ত ও পপি দত্তের তিন সন্তানের মধ্যে ২য়। তূর্য্য দত্ত এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এ ছাড়াও ২০১৭সালে জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু-বার্ডস স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ পেয়েছে। বাবা সিলেট ওসমানী আন্ত:র্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা পরিদর্শক হিসাবে কর্মরত ও মাতা একজন গৃহিনী।