জামায়াতের ইফতার মাহফিলে এহসানুল মাহবুব জুবায়ের মৌলভীবাজার সংবাদদাতাবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যারা অসংখ্য আলেমকে শহীদ করেছে, হত্যা করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, জাতির সম্পদ লুটপাট করেছে। এইগুলো নিয়ে এখনও তাদের মধ্যে সামান্যতম কোন অনুভূতি নেই। মঙ্গলবার সন্ধায় মৌলভী শাদীমহল কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। এড. জুবায়ের বলেন, আমাদের সমাজে শিক্ষিত, ইউনিভার্সিটি ডিগ্রীধারী, কোর্ট প্যান্ট টাই পড়া লোকের অভাব নেই। কিন্তু সমাজে তো দুর্নীতি হচ্ছে, নৈরাজ্য হচ্ছে এখনও হচ্ছে, গত ১৫ বছরেও হয়েছে। আওয়ামীলীগের শাসনামলে রাষ্ট্র তার শক্তি নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। শুধু ফ্যাসিবাদ কায়েম হয় নাই! প্রধান উপদেষ্টা বলেছেন, গাজা বিধ্বস্ত করেছে ইসরায়েল আর শেখ হাসিনা আর তার সরকার আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দিয়েছে। মানুষ হিং¯্র হলে কতটুকু হতে পারে? শুধু হিজাব আর টুপি দাঁড়ি, ইসলামের কথা মুখে বলেছে। কিন্তু তাদের সমস্ত কার্যক্রম ছিল আল্লাহ তার রাসূল এবং দ্বীনের বিরুদ্ধে।
রমজানের তাৎপর্য নিয়ে তিনি বলেন, রমজান মাস শুধু তেলাওয়াতের জন্য নয়, হাফিজদের তেলাওয়াতের জন্য নয়, শুনার জন্য নয়, এটাকে সমাজে মানার জন্য। সমাজে কুরআনের শিক্ষা, আদর্শ, ম্যাসেজ, নির্দেশনা আমরা অনুসরণ করতাম তাহলে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোন ধরণের বৈষম্য থাকতো না। আজকে এই সমাজ খুনী সমাজে পরিণত হতো না। আল্লাহর ভয় ছাড়া কখনোও মানুষ আল্লাহর দেওয়া হক আদায় করতে পারেনা। আমরা চাইলে আল্লাহকে মানতে পারি আবার নাও মানতে পারি। মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে। এই কারণে মানুষ আস্তিক হয়, নাস্তিক হয়। আল্লাহ মানুষকে এই স্বাধীনতা দিয়েছেন। তিনি আরও বলেন, হাজার হাজার মানুষকে পঙ্গু ও ভয়ঙ্কর এবং নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, অবিশ^াস্য হত্যাকাÐ ঘটানো হয়েছে গত সাড়ে ১৫ বছরে। জুলাই বিপ্লবে যেটা হয়েছে সেটা অকল্পণীয়। শত শত মানুষের লাশ, হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড মারা, ¯œাইপার দিয়ে গুলি করা হয়েছে যা অকল্পনীয় দৃশ্য। এটা কি সম্ভব? দেশের জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা, আপনার আমার দেওয়া টাকা দিয়ে পোষা বাহিনীকে খুনি বাহিনীতে পরিণত করা হয়েছে। নির্মম নিষ্ঠুরভাবে সেই কাজটি করা হয়েছে। এই বিপ্লবে আহতের সংখ্যা প্রায় ৩০ হাজারের উপরে। জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও মৌলভীবাজার-৩ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব, জেলা আইনজীবি সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহ-সেক্রেটারী মো: আলাউদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজারের ও হেফাজতে ইসলামের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারি ডাঃ এবাদুর রহমান, যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারী মো: তামিম হোসেন রুহিন, সহ সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুসাইন আহমদ। ইফতার মাহফিলে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের আমীর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম। |
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মৌলভীবাজারে এডভোকেসি ও গণমাধ্যমকর্মী ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা ইপিআইভবনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মামুন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। তিনি ১৫ মার্চ শনিবার মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আহবান জানান।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি রুহুল আমিন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের ডিডি ফারুক আলম, জেলা তথ অফিসার মোঃ আনেয়ার হোসেন, মৌলভীবাজার পেসক্লাবের আহবায়ক বকিস ইকবাল আহমদ, সদস সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এনটিভির স্টাফ করসপন্টেন্ট এসএম উমেদ আলী, মৌলভীবাজার পেসক্লাবের সাবেক সভাপতি আজাদুর রহমান, বাসস পতিনিধি ডাঃ সাদিক আহমদ, যায়যায়দিনের স্টাফ রিপোটার মোঃ আব্দুল ওয়াদুদ, মানবজিমনের স্টাফ রিপোটার মু. ইমাদ উদ-দীন, মাছর্গাা টিভি পতিনিধি ফেরদৌস আহমেদ, মাহবুবুর রহমান রাহেল, একাত্তÍর টিভি পতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, নবচেতনা পতিনিধি জাকির হোসেন, দৈনিক একাত্তর পতিনিধি আব্দুল কাইয়ুম ও জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৫৯০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২০ হাজার ৮৭৫ জন শিশুকে ১ হাজার ৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। |
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গলে ভিজিএফের চাল বিতরণ
শ্রীমঙ্গল সংবাদদাতাপবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভা ও ৯টি ইউনিয়নে প্রায় সাড়ে ২২ হাজার পরিবাবের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন কাবিখা’র উপ-পরিচালক শামসুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও বিভিন্ন ইউনিয়নের ডেগ অফিসার। শ্রীমঙ্গল পৌরসভায় চাল বিতরণ কাক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ। |
হরিনাকান্দি গ্রামে বিএনপির ইফতার মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিণাকান্দি গ্রামে সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলামের উদ্যোগে তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীরসহ সর্বস্তরের ৩ হাজার মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা কর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক জনাব মো. মহসিন মিয়া মধু। এছাড়াও এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য টিটু দাস, নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ সর্বস্তরের প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন। |