1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাসদ সমর্থিত ছাত্রলীগের নতুন কমিটি: সভাপতি রাশেদ, সম্পাদক মাসুদ - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

জাসদ সমর্থিত ছাত্রলীগের নতুন কমিটি: সভাপতি রাশেদ, সম্পাদক মাসুদ

বিশেষ প্রিতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে রাশিদুল হক ননী এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ আহাম্মেদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও হাসানাতুজ্জামান বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসান আজিজ জনিকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার(১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিদায়ী সভাপতি আহসান হাবিব শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য সংগঠনের কেন্দ্রীয় সংসদে তাদেরকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জাসদ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের(জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সম্মেলন শেষে গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত টিএসসি মিলনায়নায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে আবুল কালাম আজাদ মিন্টু, আব্দুল মজিদ, সুমন্ত রায়, মিঠুন বিশ্বাস ও গোলাম কিবরিয়াকে সহ-সভাপতি, বিদ্যুৎ হোসেন, আরিফুল ইসলাম নিশান, জুয়েল রানা প্রামাণিক, ইমরান আলী ও নাইম মল্লিককে সহ-সম্পাদক, তানিয়া ইসলাম তন্বীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মারুফ বিল্লাহকে দফতর সম্পাদক, মিঠুন চক্রবর্তীকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, রেজাউল করিম লেলিনকে অর্থ বিষয়ক সম্পাদক, ফাহাদ হোসেন প্রান্তকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সৈয়দ আদিত্যকে গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সৌহার্দ ইসলাম অর্ককে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রনি কাউছারকে স্কুল বিষয়ক সম্পাদক, অভি দাশকে সমাজসেবা সম্পাদক, আবদুর রহমান নিলয়কে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন গোপাল রাজবংশী, হাফিজুর রহমান নিলয়, মিরাজউদ্দিন হৃদয়, খায়রুল ইসলাম, আসাদুল্লাহ গালিব, আব্দুল আলিম, নজিবুল হক খান অনন্ত, সাজেদুল ইসলাম তুহিন, শাহরিয়ার হোসেন নবীন, জিতু খন্দকার, আমিনুল ইসলাম, তসিকুল রেজা খান তনু, মো. রোকনুজ্জামান রোকন, শিহাব উদ্দিন সোহাগ, শাহ মোঃ ছোরায়েদ সাদী এবং ইব্রাহীম হোসেন মারুফ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT