1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জীবন মান উন্নয়নে পেছনে পড়া মানুষদের মাঝে ১ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

জীবন মান উন্নয়নে পেছনে পড়া মানুষদের মাঝে ১ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৪ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পরিশোধ বহি ও অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বেদে, দলিত ও হরিজন শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংস্থার মাঝে এককালীন অনুদান বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনির অন্তর্ভুক্ত, তাদের জীবন মান উন্নয়ন কর্মসুচির আওয়তায় ১ কোটি ৬৭ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার সাজ্জাদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ-যুবলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT