1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা নেতৃবৃন্দেকে ঐক্যের চেষ্ঠা - মুক্তকথা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন। শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন নারী, শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম”

জেলা নেতৃবৃন্দেকে ঐক্যের চেষ্ঠা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৭৭২ পড়া হয়েছে

43121_355মৌলভীবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিএনপি’র দু’গ্রুপের বৈঠক

মৌলভীবাজার অফিস: রোববার, ১৮ই অগ্রহায়ণ ১৪২৩।। মৌলভীবাজার বিএনপি’র দু’পক্ষের সঙ্গে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।

মৌলভীবাজার এসে কেন্দ্রিয় এই নেতারা প্রথমে জেলা বিএনপির কর্মীসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সাবেক এমপি নাসের রহমানের বাহারমর্দনের বাড়িতে। কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের সামনে একটি বড় দুর্দিন রয়েছে। বিএনপির মূল নেতৃবৃন্দকে সাজা দিয়ে কারাগারে রেখে দলের কিছু লোককে লোভ দেখিয়ে নির্বাচন করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তারা মরহুম জিয়াউর রহমানের মাজার সরানোরও অপচেষ্টা চালাচ্ছে। জেলা সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিতের সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।এই সভা শেষে কেন্দ্রীয় নেতারা বিএনপির আরেক গ্রুপ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর শাহ মোস্তফা সড়কস্থ বাসায় বৈঠক করেন।

173

বেগম খালেদা রব্বানী

বেগম খালেদা রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট জুনেদ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মোশারফ হোসেন বাদশা, ছাত্রদল নেতা জাকির হোসেন উজ্বল, স্বেচ্ছাসেবক দল আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ।

মৌলভীবাজার জেলা বিএনপি ২০০৯ সাল থেকে দু’ধারায় বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান। আরেক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বেগম খালেদা রব্বানী। কেন্দ্র থেকে দু’পক্ষের বিরোধ মেটাতে অতীতে কেন্দ্রীয় নেতারা কয়েকবার জেলা সফর করে গেলেও কোন লাভ হয়নি। জেলা বিএনপি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নেতাদের গতকালের এই সাংগঠনিক সফর মূলত ছিল মৌলভীবাজার জেলা বিএনপির প্রকৃত অবস্থা জানা এবং পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য কেন্দ্রের জন্য তথ্য সংগ্রহ করা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT