লণ্ডন।। যুক্তরাজ্য আওয়ামী লীগ চিঠি দিয়েছে বৃটেনের প্রধানমন্ত্রী মিসেস তেরেসা মে’এর কাছে। চিঠির বিষয় বিএনপি নেতা তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান। তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। দুটি মামলায় তার কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানা হয়েছে। কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করার মাধ্যমে তারেক রহমান তাঁর অপরাধের সাজা এড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বিএনপি নেতা-কর্মীরা যে হামলা চালিয়েছে, সেটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। এমনি ধরনের কিছু অভিযোগ এনে তারেক রহমানকে পলাতক আসামি উল্লেখ করে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গত মঙ্গলবার ৬ই মার্চ লন্ডন সময় বেলা ২টার দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়-এ একজন কর্মকর্তার হাতে চিঠি পৌঁছে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা।
আওয়ামীলীগ সূত্রে জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে স্মারকলিপি আকারে এ চিঠি দেওয়া হয়। উল্লেখ্য সুদীর্ঘ কাল ধরে বিএনপি’র সিনিওর ভাইসচেয়ারম্যান তারেক রহমান স্বপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার অবস্থানের এক পর্যায়ে যুক্তরাজ্যে বসবাসের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে সরকার তার আশ্রয়ের প্রার্থনা মঞ্জুর করেছে বলে শুনা গিয়েছে।