1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
তারেখ রহমান আসছেন মৌলবীবাজারে || ২৪ প্রার্থী প্রতীক পেলেন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

তারেখ রহমান আসছেন মৌলবীবাজারে || ২৪ প্রার্থী প্রতীক পেলেন

শ্রীমঙ্গল ও মৌলবীবাজার থেকে কাওছার ইকবাল ও আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ০ পড়া হয়েছে

মৌলভীবাজারে সমাবেশের প্রস্তুতি
কাল আসছেন তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে গোটা মৌলভীবাজার জেলায় সাজ সাজ রব। চারিদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় জনসভায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আসছেন। এদিন তিনি শেরপুরের আইনপুর মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলাসহ জেলার সাতটি উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। মৌলভীবাজার জেলা ছাড়াও শেরপুরের কাছাকাছি হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একাংশ এবং সিলেটের ওসমানী নগর ও বালাগঞ্জ উপজেলার একাংশের মানুষও এ জনসভায় অংশ নেবেন।

জেলা বিএনপি’র নেতারা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এ জনসভা হচ্ছে। অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৌলভীবাজারের এই শেরপুর এলাকা সফর করেছেন।

এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তবে জনসভায় সারা জেলা থেকে লাখো মানুষের সমাবেশ ঘটবে বলে আশাবাদী বিএনপি নেতারা।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। এজন্য বুধবার রাতে আকাশপথে তিনি সিলেটে পৌঁছাবেন। তারেক রহমান পরের দিন বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর এদিন বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান ঢাকা-সিলেট সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এ সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আইনপুর খেলার মাঠে দিনের দ্বিতীয় জনসভায় যোগ দেবেন তিনি। বেলা একটা থেকে দুইটার মধ্যে জনসভায় তাঁর উপস্থিতি আশা করা হচ্ছে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি ব্রাক্ষণবাড়িয়ায় জনসভায় অংশ নেবেন।

মৌলভীবাজার ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে মৌলভীবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। শেরপুরের আইনপুর মাঠে জনসভার আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। লক্ষাধিক মানুষের সমাগম হবে। এখন মাঠের কাজ শেষ পর্যায়ে। আমরা প্রতিনিয়ত মাঠে যাচ্ছি, সভা করছি। জেলা ছাড়াও কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, তিনস্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ সময় জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সবকিছু মিলিয়ে যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়, সে রকম পরিকল্পনা নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বিষয়টি তাদের পর্যবেক্ষণে আছে বলে পুলিশ সুপার জানান। এ জনসভা নিয়ে খুবই সতর্ক অবস্থায় আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


 

মৌলভীবাজারের ৪টি আসনে
প্রতীক পেলেন ২৪ প্রার্থী


মৌলভীবাজারের ৪টি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার ১,২,৩ ও ৪ আসনের মোট ২৪ জন প্রার্থীকে প্রতীক দেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল । এর আগে গত মঙ্গলবার মৌলভীবাজার-১ ৩ ও ৪ আসনে জামায়াত ও খেলাফত মজলিশের ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।  মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র  বিএনপির প্রার্থী এম নাসের রহমান, ১০ দলীয় জোটের প্রার্থী আহমেদ বিলাল, জামায়াতের প্রার্থী মোঃ আব্দুল মান্নানের পক্ষ থেকে প্রতীকও নেওয়া হয়।
মৌলভীবাজার ১ আসনে প্রতীক নেন ১০ দলীয় ও জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুর রহমান, মৌলভীবাজার ৪ আসনে ১০ দলের ২ জন প্রার্থীর মধ্যে  প্রতীক নেন বাংলাদেশ খেলাফত মজলিসের নূরে আলম হামিদী ও এনসিপির প্রীতম দাস।
এছাড়াও মৌলভীবাজার-২ আসন থেকে প্রতীক নেন জেলা জামায়াতের আমির ও  ১০ দলীয় প্রার্থী  মোঃ সায়েদ আলীসহ চার আসনের মোট ২৪ প্রার্থী।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়
দোয়া ও শীতবস্ত্র বিতরণ


শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার(১৭ জানুয়ারি) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শিশু উদ্যান মাঠে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর পক্ষ থেকে এলাকার ২ হাজার সুবিধাবঞ্চিত লোকের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাস পৌর সদস্য জাহেদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT