1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'তিন তালাকের' বিধান 'অসাংবিধানিক' ভারতে - মুক্তকথা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

‘তিন তালাকের’ বিধান ‘অসাংবিধানিক’ ভারতে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৩৬০ পড়া হয়েছে
_92884313_gettyimages-624167504

ভারতে ‘তিন তালাকে’র রীতি বাতিলের দাবীতে মহিলাদের বিক্ষোভ। -ছবি স্বস্ত্ব: পেসিফিক প্রেস

লন্ডন: বৃহস্পতিবার, ২২শে অগ্রহায়ণ ১৪২৩।।  ভারতের এক আদালত মুসলিমদের ‘তিন তালাকের’ বিধানকে ‘অসাংবিধানিক’ বলেছে। এ খবরটি দিয়েছে বিবিসি বাংলা।

‘তিন তালাক’ নিয়ে এক মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে, ‘তিন তালাকের’ এই বিধান ভারতের মুসলিম মহিলাদের অধিকার ক্ষুণ্ন করছে।

‘তিন তালাকে’র মাধ্যমে বিয়ে বিচ্ছেদের মুসলিম রীতিটি বেশ বিতর্কিত। স্বামী ইচ্ছে করলে কেবল মুখে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে তাঁর স্ত্রীকে একতরফাভাবে বিচ্ছেদ দিতে পারেন।

তবে অনেক মুসলিম সংগঠন এবং নারী অধিকার সংগঠন এই রীতি সংস্কারের দাবি জানাচ্ছেন বহুদিন ধরে। তাদের যুক্তি হচ্ছে, এর ফলে অনেক মুসলিম মহিলা চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন, কারণ এধরনের বিয়ে বিচ্ছেদ ঘটে স্ত্রী এবং তাঁর সন্তানদের খোরপোশের কোন ব্যবস্থা না করেই।

'তিন তালাকে'র মাধ্যমে বিয়ে বিচ্ছেদের রীতিটি বেশ বিতর্কিত
তিন তালাকে’র মাধ্যমে বিয়ে বিচ্ছেদের রীতিটি বেশ বিতর্কিত। -ছবিস্বস্ত্ব: পেসিফিক প্রেস

এলাহাবাদ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে, ‘তিন তালাকের’ রীতিটি ভারতের সংবিধানের উর্ধ্বে হতে পারে না।

তবে যারা ‘তিন তালাক’ সমর্থন করেন, সেই মুসলিম নেতারা বলছেন, এটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারা এটিকে ভারতের মুসলিমদের বিরুদ্ধে এক ধরণের বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT