মৌলভীবাজার অফিস।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখা আইন লঙ্ঘনের দায়ে রাজনগর উপজেলায় চারটি ব্যাসায়ী প্রতিষ্টানে অভিযান চালিয়েছে। সোমবার কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিদপ্তর জানায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ফার্মেসীতে সংরক্ষণ রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেয়া, ৫০ কেজি চালের বস্তায় উজনে কম দিয়ে বাজারজাত করা, ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে তাদের উপর মোট ৬৬ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানকালে উপজেলার টেংরাবাজারের জি এন ফার্মেসীকে ৫ হাজার, মেসার্স রঞ্জন স্টোরকে দেড় হাজার, উত্তর নন্দীউড়া এলাকার আর এফ ব্রিক্স ফিল্ডকে ৩০ হাজার ও মেসার্স এস কে ব্রিকস ফিল্ডকে আরো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনগর থানার এসআই রাজিব হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কমকর্তারা।