দুর্নীতি দমনে সেবা প্রদানের অঙ্গীকার গুরুত্ত্বপূর্ণ: মৌলভীবাজারে দূদক কমিশনার
মৌলভীবাজার দফতর: মঙ্গলবার, ৮ই নভেম্বর ২০১৬।। জনগনের সেবা প্রদানের অঙ্গীকারের উপর গুরুত্ত্ব দিয়ে সরকারী কর্মকর্তাদের কাজ করতে হবে। বাংলাদেশ এগিয়ে গেলেও দূর্নীতির কারণে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হচ্ছেনা। এ জন্য সরকারী কর্মকর্তাদের প্রতি দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। শুধু ছোট ছোট দূর্নীতিবাজই নয় দূর্নীতিগ্রস্থ কাউকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
কমিশনার, রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধি এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মতবিনিময় সভায় দুদকের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাগন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। মতবিনিময় সভায় মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল উপস্থিত ছিলেন। ৭ নভেম্বর সোমবার সকালে সনাক আয়োজিত গন শুনানীতে দূর্নীতি দমন কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।