1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা সমাবেশ : একাটুনা ইউনিয়ন - মুক্তকথা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা দু’টি ইট ভাটায় অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর…

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা সমাবেশ : একাটুনা ইউনিয়ন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪১৮ পড়া হয়েছে

এমদাদুল হক : ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার ১৭ই অক্টোবর দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট অফিসে এক সাথে সমাবেশ পালন করেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে একযোগে সকাল ১০ টায় জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার সদর মডেল থানার সকল বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার সদর থানার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুলিশ-জনতা সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব(তদন্ত) এর পরিচালনায়  মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (বার পিপিএম) এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  জিয়াউর রহমান(সদর সার্কেল)।
উক্ত সমাবেশে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমেদ (বার পিপিএম) তার বক্তব্যে বলেন, ধর্ষনের শাস্তি এখন মৃত্যুদন্ড, নারীদের সাথে সহিংসতা করে কেউ পার পাবে না। ধর্ষনের মত যে কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রমান না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না। এছাড়া নারীরা নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহবান জানান।
উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত, ইউপি সদস্য সালমা আক্তার, ইউপি সদস্য ইমন তরফদার, সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম, হাফিজ মাওঃ মইনুল হক চৌধুরী, উত্তরমুলাইম মাদ্রাসা সুপার মাওঃ শামছুল ইসলাম, সমাজসেবক আব্দুল হালিম, কলেজ ছাত্রী মারিয়া আক্তার পপি ও স্কুল ছাত্রী আয়শা জান্নাত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT