1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নানা রংয়ে শ্রীমঙ্গল - মুক্তকথা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

নানা রংয়ে শ্রীমঙ্গল

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯ পড়া হয়েছে

এস এ পরিবহন থেকে
১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, ১জনকে আটক


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এস এ পরিবহন স্থানীয় শাখা থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। অবৈধ পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, প্রশাধন সামগ্রী ও ৫ বস্তা জিরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর ) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডস্থ এস এ পরিবহন স্থানীয় শাখায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে জড়িত একজনকে আটক করতে সক্ষম হই। অবৈধ পণ্যের আমদানিকারক, প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা আমরা সংগ্রহ করেছি। তাদের গ্রেফতারে আমাদের অভিযান শুরু করেছি। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।


 

সিলেটকে জালালাবাদ প্রদেশ ঘোষণার দাবিতে
মৌলভীবাজারে গণস্বাক্ষর


 

বৃহত্তর সিলেটকে জালালাবাদ প্রদেশের ঘোষনা-সহ বৈষম্য ও অবহেলায় বঞ্চিত সিলেটের উন্নয়ন তথা রাজস্ব ও প্রবাসী রেমিটেন্স প্রদানের আলোকে সিলেট বিভাগের বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে  মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় অনুষ্ঠিত হয় গণস্বাক্ষর অভিযান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণস্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন নারী নেত্রী বেগম নুরজাহান সোয়ারা।

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মৌলভীবাজারের সভাপতি বকশি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও মামুনুর রশীদ চৌধুরী মসু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকবাল, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌর কমিটির সভাপতি দুরুদ আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুলতান হোসেন, সিপিবি নেতা জহর লাল দত্ত, জেলা সুজনের যুগ্ন-সম্পাদক মোঃ কাওছার ইকবাল, সংগঠনের নেতা ডাঃ আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বকসী আখতার উজ্জামান লিটন, জেলা গন অধিকার পরিষদের নেত্রী নাহিদা খানম, তাজুল ইসলাম প্রমুখ।

প্রদেশ প্রদেশ প্রদেশ চাই, প্রদেশ নিয়ে বাঁচতে চাই, এই শ্লোগানকে সামনে রেখে ঘোষিত দাবীসমূহ হলো, ঘরে ঘরে গ্যাস সংযোগ, রাজনগরকে পৌরসভায় উন্নতিকরণ, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ব্রীজ-কালভাট স্থাপন, চা শ্রমিক সন্তানদের শিক্ষাকোটা প্রদান, মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্রাম-গঞ্জে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, সিলেট রেলওয়েতে ডুয়েল গেজ ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, মৌলভীবাজারকে দ্রুত ‘পর্যটন জেলা’ বাস্তবায়ন, শমশেরনগর এয়ারপোর্টে দ্রুত আভ্যন্তরিণ ফ্লাইট চালু করণ, হাওর বিল রক্ষা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, মহাসড়ক ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, দুই জোড়া ট্রেন বৃদ্ধিসহ নতুন ইঞ্জিন ও কোচ সংযোগ। সিলেটবাসীর ন্যায্য এই দাবী সমূহকে অবিলম্বে বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোড় দাবী জানানো হয়।


নবাগত চীফ লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানু


মৌলভীবাজারে চীফ লিগ্যাল এইড অফিসার হিসেবে যোগদান করেন লায়লা মেহের বানু(যুগ্ম জেলা জজ)।

গত ৯ নভেম্বর ২০২৫খ্রি. সদ্য নিযুক্ত চীফ লিগ্যাল অফিসারকে ফুল দিয়ে বরণ করেন জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল এবং জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি খরচে আইনি সহায়তা এবং পরামর্শ প্রদান করা। এই সংস্থাটি বিশেষ করে নারী, শিশু এবং আর্থিক সহায়তাহীন ব্যক্তিদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিনা মূল্যে সাহায্য করে থাকে।

লিগ্যাল এইড অফিসের প্রধান কাজ হলো, আইনি পরামর্শ প্রদান: যারা আইনি সহায়তা পেতে পারেন না, তাদের বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তি: মামলা মোকদ্দমার বাইরে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি সেবার ব্যবস্থা করা। মামলা পরিচালনা: দরিদ্র ও অসচ্ছলদের পক্ষে মামলা পরিচালনা করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা(আইনজীবী নিয়োগ)। আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি: সাধারণ মানুষকে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং লিগ্যাল এইড সেবার সুবিধা সম্পর্কে জানানো।প্রয়োগ ও সমন্বয়: জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন ও সমন্বয়ের মাধ্যমে সেবা নিশ্চিত করা। তথ্য ও সহযোগিতা: যারা আইনি সহায়তা চান, তাদের আবেদন ফরম পূরণে এবং প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করা।


সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

দুর্নীতিমুক্ত ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন করবে জামায়াত

                                                                                                                                        -আব্দুর রব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের একটি চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রব বলেন, দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা কাজ করছি। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা আরও সুসংহত হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আইনগত স্বীকৃতি আমাদের আন্দোলনের একটি অংশ। জামায়াতসহ আট দলীয় গণতান্ত্রিক জোট নিয়মিতভাবে এই স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। আমরা চাই ২০২৬ সালের জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হোক। যারা গণহত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চলত। আজ সেই শিক্ষার্থীরাই ইনসাফের রাজনীতির পক্ষে ম্যান্ডেট দিচ্ছে। এটি প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন ও ন্যায় ও সততার রাজনীতি চায়।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট আব্দুর রব। তিনি জানান, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এলাকার উন্নয়ন, পর্যটন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার বিস্তারে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূমিধস বিজয়ের মাধ্যমে সংসদে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন।

সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT