1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নীরবে চলে গেলেন মুক্তিযোদ্ধা সাব্বির আহমদ মোমেন - মুক্তকথা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা দু’টি ইট ভাটায় অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর…

নীরবে চলে গেলেন মুক্তিযোদ্ধা সাব্বির আহমদ মোমেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৪৪০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ কক্ষ।। ছাব্বির আহমেদ মুমেন। বাবা প্রয়াত আব্দুল মালিক ছিলেন অবসরপ্রাপ্ত মহকুমা খাদ্য পরিদর্শক। তাদের গ্রামের বাড়ী মৌলভীবাজার সদরের খালিশপুর গ্রামে। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন মোমেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে প্রশিক্ষনপ্রাপ্ত বেঙ্গল লিবারেশন ফ্রন্টের মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাসায়ী ছিলেন।
মোমেনের বলার ছিল অনেক। কিন্তু কাউকে মুখফুটে ভীতিকর সেসব দিনের কাহিনী বলার সুযোগ হয়নি তার। মোমেনের মনের অতল গভীরে মুক্তিযু্দ্ধের সময়কার ঘটনাবলী নিয়ে অভিমান ছিল হিমালয় পর্বতসম। হৃদয়ের গভীরে সে অভিমানকে চেপে লুকিয়ে রেখেছিলেন বিগত ৩৭টি বছর। গত ২২শে জুলাই মুক্তিযুদ্ধের সেসব যন্ত্রনাময় দিনের সুখ দুঃখের শতস্মৃতির পাহাড়সম ভারকে মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে অভিমানী মোমেন খুবই নীরবে নিঃশব্দে জীবনের অপারে চলে গেলেন। আর কোন দিন শোনা যাবেনা মোমেনের মনের সেই নীরব ক্রন্দন।
তার পারিবারিক সূত্রে জানা যায় ২২শে জুলাই রোববার ভোর রাত ৩ঘটিকার সময় মৌলভীবাজারের কলিমাবাদস্ত তার নিজস্ব বাসভবন “পাক ভবন”এ পরলোক গমন করেন(ইন্না… রাজে উন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ভাই-বোন, ২ মেয়ে ও ১ছেলে এবং ২নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন মোমেন। মোমেন ৮ভাই বোনের মধ্যে ৫ম ছিলেন। তার একমাত্র ছেলে বর্তমানে এমবিও অধ্যয়নরত।
মুক্তিযোদ্ধা মোমেনকে নিয়ে তার অকথিত কাহিনীর বেশ কিছু দুর্লভ ঘটনা আমরা ভবিষ্যতে পত্রস্ত করার চেষ্টা করবো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT