1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশমন্ত্রীর উদ্যোগে দু'টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

পরিবেশমন্ত্রীর উদ্যোগে দু’টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৮৮২ পড়া হয়েছে

ঢাকা, ৯ আগস্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরর্বিতন মন্ত্রী মোঃ শাহাব উদ্দনি এর ব্যক্তগিত উদ্যোগে আজ সোমবার মৌলভীবাজার জলোর বড়লখো ও জুড়ী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদরে চকিৎিসার জন্য দশ টি অক্সজিনে সলিন্ডিার ও সাত টি অক্সজিনে কনসনেট্রটের প্রদান করা হয়েছে।

আজ সোমবার বিকেলে পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ টি অক্সজিনে সলিন্ডিার এবং ৫ টি অক্সজিনে কনসনেট্রটের প্রদান করনে। উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে পক্ষে এসব সলিন্ডিার গ্রহণ করনে উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডাক্তার রত্নদ্বীপ বশ্বিাস। এ সময় পরবিশেমন্ত্রীর পক্ষে উপস্থতি ছলিনে বড়লখো উপজলো পরষিদ চযে়ারম্যান সোয়বে আহমদ, উপজলো নর্বিাহী অফসিার খন্দকার মুদাচ্ছরি বনি আলী এবং বড়লখো পৌরসভার মযে়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ।

এর পূর্বে আজ দুপুরে জুড়ী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে পরবিশেমন্ত্রী ৪টি অক্সজিনে সলিন্ডিার, ৬ হাজার ৮০০ লটিাররে ২টি অক্সজিনে কনসনেট্রটের, ৪টি ফ্লো মটিার প্রদান করনে। জুড়ী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে পক্ষে এসব সলিন্ডিার গ্রহণ করনে উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডাক্তার সমরজৎি সংিহ। এ সময় পরবিশেমন্ত্রীর পক্ষে উপস্থতি ছলিনে জুড়ী উপজলো পরষিদ চযে়ারম্যান বীর মুক্তযিোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজলো নর্বিাহী অফসিার সোনযি়া সুলতানা, উপজলো পরষিদরে ভাইস চযে়ারম্যান রংিকু রঞ্জন দাশ এবং মহলিা ভাইস চযে়ারম্যান রঞ্জতিা র্শমা প্রমুখ।

অক্সজিনে সলিন্ডিার ও অক্সজিনে কনসনেট্রটের প্রদান অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে পরবিশে মন্ত্রী শাহাব উদ্দনি বলনে, করোনাভাইরাসে আক্রান্তদরে চকিৎিসা প্রদানে সরকার র্সবোচ্চ আন্তরকিতার সাথে কাজ করছ। এছাড়া, সারাদশে আওয়ামী লীগ নতেৃবৃন্দ ব্যক্তগিত উদ্যোগওে রোগীদরে চকিৎিসায় বভিন্নিভাবে সাহায্য করছ। মন্ত্রী বলনে, সরকার গণটকিা প্রদান শুরু করছে, র্পযায়ক্রমে সকল নাগরকিইে কোভডি টকিা দযে়া হব। করোনাভাইরাস মোকাবলিায় দল, মত নর্বিশিষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সিনিওর তথ্য অফসিার, পরবিশে, বন ও জলবায়ু পরর্বিতন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT