1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুলিশের মাসিক কল্যাণ সভা ও হজ্জ্ব প্রশিক্ষন - মুক্তকথা
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

পুলিশের মাসিক কল্যাণ সভা ও হজ্জ্ব প্রশিক্ষন

শ্রীমঙ্গল ও মৌলবীবাজার থেকে সংবদাদাতা॥
  • প্রকাশকাল : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪২ পড়া হয়েছে

পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানার পুরস্কার পেল শ্রীমঙ্গল


মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে গৃহিত ব্যবস্থা নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়। এরপর পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

মাসিক কল্যাণ সভায় মার্চ/২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার মহোদয় অর্থ পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তরা হলেন,শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা। শ্রেষ্ঠ এসআই অলক বিহারী গুণ, এসআই (নিঃ), শ্রীমঙ্গল থানা।

এছাড়া আইনশৃংঙ্খলা রক্ষায় সার্বিক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মৌলভীবাজার সদর মডেল থানা বিশেষ পুরস্কার লাভ করে।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং তাদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের হজ প্রশিক্ষণ


মৌলভীবাজারে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বহস্পতিবার এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ফারুক আলমের সভাপতিত্বে হজ যাত্রীদের সাধারণ করনণীয় বিষয়াদী ও আইসিটি ব্যবহার প্রশিক্ষণ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, সুষ্ঠু হজ্জ ব্যবস্থাপনা যাত্রীদের করনীয় বিষয়ে প্রশিক্ষণ দেন হাব আঞ্চলিক পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ বেলাল, হজ্জের বিধি বিধান সম্পর্কে উপস্থাপনা করেন দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদের পেশ ইমাম সৈয়দ মুহিত উদ্দিন, স্বাস্থ্য সচেতনতা করনীয় বিষয়ে প্রশিক্ষণ দেন ডাঃ মো: জোবায়ের খান এবং হজ্জ ডেভিড কার্ড বিষয়ে আলোচনা করেন ইসলামী ব্যাংক’র কমকতা মোঃ শরিফুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নেন ২১১ জন হজ্জ যাত্রী। চলতি বছর মৌলভীবাজার জেলা থেকে মোট ৩৭৭ জন যাত্রী পবিত্র হজ্জ পালনে মক্কায় যাবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT