কমলগঞ্জে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ ও কাইয়পনপাইবম বৃন্দা রচিত কাব্যগ্রন্থ “অবিশ্রান্ত পৃথিবী” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হকতিয়ারখোলা গ্রামে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল সিংহের সভাপতিত্বে ও শিক্ষক কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, চাওবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রোপ্রার্টি মিউজিয়াম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হামোম তনুবাবু, মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দা রানী সিনহা। আলোচনায় অংশ নেন মণিপুরি সাহিত্য সংসদ, সিলেট এর সহ সভাপতি প্রশান্ত কুমার সিংহ, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, কবি সনাতন হামোম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরি ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রæত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এবং দ্রæততম সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরি ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহবান জানানো হয়। এছাড়া অনেক ক্ষেত্রে মণিপুরি ভাষা ভিন্ন নাম-পরিচয়ে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে বক্তারা সরকারি-বেসরকারি সকল পর্যায়েই মণিপুরি ভাষাকে তার প্রকৃত পরিচয়ে উপস্থাপনের আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন মণিপুরি নিজস্ব ভাষা সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ করা হয়।
মৌলভীবাজার ৩১শে জানুয়ারি বুধবার সকাল ১১ ঘটিকায় মানবাধিকার উদযাপন উপলক্ষে “রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ(রিইব)”এর আয়োজনে মৌলভীবাজার শাহমোস্তফা কলেজ পাঠকক্ষে ছাত্রছাত্রিদের নিয়ে সচেতন ও গঠনমুলক আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে শাহমোস্তফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “রিইব”এর সমন্বয়ক সহকারী পরিচালক ব্যারিস্টার রুহীনাজ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রিইব-এর কর্মসূচী সংশ্লিষ্ট সমন্বয়ক শাহিনুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন মাসুদ- শিশু বিষয়ক জেলা কর্মকর্তা,
মোঃ সাইফুল্লা- আইসিটি শিক্ষক, মোঃ আসাদুল্লা- প্রভাষক, রুহল আলম- “বর্ণি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি”- সহ সাধারন সম্পাদক, মৌলভীবাজার; রিপন কান্তি ধর রুপক- দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।
অতিথিরা সমাজের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং মৌলিক অধিকার, মৌলিক মানবাধিকার নিয়ে বিশদ আলোচনা করেন। শত ছাত্রছাত্রির উপস্থিতিতে আয়োজিত এ সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন জহর লাল দও- জেলা সুবিধিপ্রদানকারী কর্মী, মৌলভীবাজার।
এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন “ন্যাশনাল ইনডোওয়োমিন্ট ফর ডেমোক্রেসি(নিড)। অনুষ্ঠান শেষে খাদ্য ও উপহার সামগ্রী ছাত্রছাত্রিদের মাঝে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজারের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় পয়ায়ে দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল(৩ ফেব্রæয়ারি) শনিবার দুপুরের গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার আয়োজনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট এর সহযোগিতায় বিদ্যালয় মাঠে দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়।
দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট প্রধান ও প্রধান শিক্ষক মো: রেজাউল করিম এর সভাপতিত্বে এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু নূসরাত খানম নওশিন এর পরিচালনায় দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলি পুরকায়স্থ, সদর মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া,গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। দীক্ষা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট এর গার্ল গাইডার নাজমা আকতার।
বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মহিউদ্দিন ফাহিম চৌধুরী,সৈয়দ বদরুল হক টিটু,জাহিদ আহমদ কোরেশী, গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেলা শাখার সাধারন সম্পাদক মাধুরী মজুমদার,সদও উপজেলা শাকার সাধারন সম্পাদক অপরাজিতা রায় প্রমুখ। দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের ৪০জন শিক্ষার্থী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের দীক্ষা গ্রহন করে। দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলি পুরকায়স্থ।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা অভিবাবকগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রেঞ্জার, দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট এর গার্ল গাইডস দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মৌলভীবাজারে দরিদ্র অসহায় ও প্রতিবন্দী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (৪ ফেব্রæয়ারি) দুপুরে আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে এবং প্রশাসনের সহযোগিতায় আব্দা বহুমুখী যুব সংঘের কার্র্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আব্দা বহুমুখী যুব সংঘের সভাপতি মো: সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এবং বিভা দেব এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রতিবন্দী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,শেখ রুমি বেগম রুমি।
বক্তব্য রাখেন জাহাঙ্গীর আহমদ নিলুফার ইয়াসমিন,সাকিব আহমদ লালন পারর্শি,দুরুদ মিয়া,সাইফ আহমদ রুমানা বেগম মহিলা ইউপি সদস্য গীতা রানী চন্দ,হাসিনা বেগম প্রমুখ। জেলার শতাধিক দরিদ্র অসহায় ও প্রতিবন্দী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি ২টি।