ন্যাশনেল জিওগ্রাফি প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী, তৌহিদ বিপ্লবের তোলা “চেস্টনাট লেজ বিশিষ্ট স্টারলিং” পাখী।
ইটালির প নদীতে মাছধরায় একটি সাধারণ মাছরাঙ্গা। ছবি তোলেছেন লুকা কাসেইল
পূর্ব সুন্দরবন, বাংলাদেশের বণ্যপ্রানী অভয়ারণ্যে লাল লেজবিশিষ্ট বাঁশ পাতালত সাপ খাদ্যের অন্বেষণে ফড়িং ধরার প্রয়াসে। ছবি: মোহাম্মদ মেহেদি হাসান।
পেঁচা দিনে ঘুমায়। ছবিতে একটি মালয়ান পেঁচা তার দিবাঘুমে অবসর নিচ্ছে। ছবি: রূচাপং দীমাক।