কুলাউড়া, মৌলভীবাজার: সংবাদদাতা।। হাকালুকি হাওর তীরের বন্যায় ক্ষতিগ্রস্ত স্বজনদের পাশে দাড়িয়েছে ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতি। তারা দু’টি ধাপে কুলাউড়া উপজেলার বরমচাল, ভাটেরা, ভুকশিমইল ও জয়চন্ডী ইউনিয়নের কৃষক ও জেলে পরিবারের অধিক ক্ষতিগ্রস্ত ২ শতাধিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি ও বানিজ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী, ঢাকাস্থ কুলাউড়া সমিতির সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ সুমন, সহ সাধারন সম্পাদক কুতুব উদ্দিন সোহেল, উপজেলা প্রকল্প কর্মকর্তা শিমুল আলী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বরমচাল ইউপির চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী, জয়চন্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, ভুকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভাটেরা ইউপির চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মাহবুব, সাধারণ সম্পাদক ফজজুল আউয়াল, ইউপি সদস্য আজমল আলী, জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক আবুল হাসান।