1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, মৌলভীবাজারে - মুক্তকথা
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, মৌলভীবাজারে

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮১৫ পড়া হয়েছে

যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দৈনিক যুগান্তর এর ২১তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রভাষক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের পরিচালানায় এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব) প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাস সাধারণ সম্পাদক পান্না দত্ত, স্বজন উপদেষ্ঠা ড. মোঃ আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার প্রতিদিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহাব উদ্দিন, লন্ডন প্রবাসী সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর নিয়াজ মুর্শেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, জেলা স্বজনের সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী ও শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইমজার মৌলভীবাজার সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, প্রথম আলো’র জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, মানবজমিন জেলা প্রতিনিধি মাসুদ আহমদ, মাছরাঙ্গা জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, এশিয়া টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, আব্দুর রব, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধ ইমন দেব চৌধুরী, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল হায়দার মোঃ তরিক, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি তানবীর আঞ্জুম আরিফ,
এছাড়াও অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবীদ, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT