বরুণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আড়াইটায় আগুন লেগে একাধিক দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, জীবনের সব সঞ্চয় এক মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।