1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  - মুক্তকথা
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন। শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন নারী, শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম” কমলগঞ্জের দিনলিপি… বিলেতে বাঙ্গালী…

বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন 

মৌলবীবাজার সংবাদদাতা॥
  • প্রকাশকাল : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮ পড়া হয়েছে

জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবীতে

মৌলভীবাজারে মানববন্ধন


 

সিলেট বিভাগে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ,মৌলভীবাজার জেলা।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে ও  এম,এ, রহিমের সাঞ্চলনায় এতে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সুনামগঞ্জ জেলা বার সমিতি সাবেক সভাপতি রবিউল লেইস রোকেস, প্রধান উদ্যোক্তা জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ আব্দুল খালিক, প্রধান সমন্বয়ক সিলেট জেলা বাস্তবায়ন পরিষদ তারেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক সিলেট জেলা সড়ক পরিবহন মাহবুব মিয়া, সহসভাপতি সিলেট জেলা সড়ক পরিবহন মানিক মিয়া, ব্যবসায়ি আব্দুল হামিদ চৌধুরী, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, এম এ হামিদ, মোঃ রেজাউল কিবরিয়া, নাগরিক ফোরামের মৌলভীবাজার এর সহ সহসভাপতি মোঃ খালেদুর রহমান চৌধুরী, এম খছরু চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সংখ্যা গরিষ্ট বাংলাদেশে উন্নয়নের কথা চিন্তা করে বিভাগীয়ভাবে প্রদেশ ঘোষনা করতে হবে। সিলেট বিভাগ জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন করতে হবে।



বিএনপি ও ছাত্রদল নেতার উপর

অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ


 

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরীর উপর গতকাল রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি (একাংশ)।

শনিবার আদালত সড়ক থেকে মিছিলটি বের হয়ে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির অন্যতম সদস্য মোশাররফ হোসেন বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন বক্স, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, আব্দুল হক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, এম এ নিশাত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সদর উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান জুনেদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যতায় আগামীতে আরোও কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন।

উল্যেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজার সম্মুখে হোন্ডা নিয়ে যাতায়াতের সময় বিএনপি নেতার উপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। অপর নেতার উপর একই কায়দায় পশ্চিমবাজারে হামলা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT