বন্দর বিদেশীদের দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে
বাম জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ
লাভজনক চট্টগ্রাম বন্দর জনমত উপেক্ষা করে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠন রুখে দাঁড়ানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর’২৫ সোমবার বেলা ২টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু এবং সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক রমাপদ ভট্টাচার্য যাদু। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, সিপিবি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী সহ সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের লাভজনক বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো একটা জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে দেশকে নতুন করে সাম্রাজ্যবাদী শক্তির হাতে জিম্মি করার হীন চেষ্টায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার লিপ্ত হয়েছেন। আমরা যখন জুন মাসে বন্দর রক্ষার দাবিতে রোডমার্চ করি তখন প্রধান উপদেষ্টা বলেছিলেন যারা বন্দর বিদেশিদের কাছে ইজারা দিতে বিরোধিতা করবে জনগণ তাদের প্রতিহত করবে। কিন্তু আমরা দেখলাম জনগণ প্রফেসর ইউনুস সাহেবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমাদের ঢাকা টু চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চে যুক্ত হয়ে দেশের হৃদপিণ্ড বন্দর রক্ষার আমাদের সাথে সামিল হয়েছিলেন। দেশের জাতীয় সম্পদ বন্দর রক্ষায় দেশের সকল দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান আগামীতে দেশ ও দেশের সম্পদ রক্ষায় আমরা একসাথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ বিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াবো।
নেতৃবৃন্দ আরও বলেন, আজ ২৭ অক্টোবর বিগত বিএনপি সরকারের আমলে ২০০২ সালে চট্রগ্রাম বন্দরকে আমেরিকার এক অখ্যাত কোম্পানির হাতে তুলে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে বন্দর রক্ষার আন্দোলন থেকে ফেরার পথে বাসদ মৌলভীবাজার জেলা সদস্য কমরেড আবদুল গাফফার চৌধুরী সুইট এবং ছাত্র ফ্রন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সুমন ট্রেন দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বন্দর সেদিন রক্ষা করেছিলাম। সেই বন্দর আবার নতুন করে মার্কিন সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রফেসর ইউনুস সাহেবের সরকার। আমরা এই হীন প্রচেষ্টার নিন্দা জানাই এবং সকলকে প্রতিরোধের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান রাখি দেশ, দেশের মাটি, বন্দর ও মোহনা রক্ষায়।