সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে দুই হাজার কোটি টাকা এবং সময় লেগেছে ৯ বছর। চীনের বৃহত্তর সামুদ্রিক এলাকার জন্য সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। সেতুটি দক্ষিণ চীনের ৫৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা, হংকং ও ম্যাকাউসহ ১১টি শহরকে যুক্ত করেছে। এই এলাকায় প্রায় ৬৮ মিলিয়ন জনসংখ্যা রয়েছে।
উল্লেখ করা ভাল যে, চীনের দানইয়ান কুনশান সেতু এ পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ সেতু। সেতুটি লম্বায় ১৬৪.৮কিলোমিটার। নির্মাণে খরচ হয়েছিল ৮.৫ অর্থাৎ সাড়ে ৮বিলিয়ন ডলার। দানইয়ান সেতুটির কাজ শুরু হয়েছিল ২০০৬সালে এবং শেষ হয় ২০১০সালে। ২০১১সালে সাধারণের যোগাযোগের জন্য সেতুটি খুলে দেয়া হয়েছিল এবং নিরুপদ্রবে এখনও যোগাযোগ সেবা দিয়ে যাচ্ছে।