মুক্তকথা সংবাদকক্ষ॥ বেগম আমিরুননেসা মোতাহের। মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা মোতাহার হোসেনের স্ত্রী বেগম আমিরুন্নেসা গত ১১ডিসেম্বর শুক্রবার দিনগত রাত ৩টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি কিডনি সমস্যা, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের রোগী ছিলেন। গত ৮ডিসেম্বর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার ‘অপেন হার্ট সার্জারি’ হয়েছিল। অস্ত্রোপচারের দু’দিন পর চিকিৎসারত অবস্থায়ই তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|
স্বাধীনতা পরবর্তী মৌলভীবাজার মহকুমার জাসদ ঘরানার সমাজতান্ত্রিক বামরাজনীতির প্রায় সকলেরই সুপ্রিয় ভাবী ছিলেন বেগম আমিরুননেসা মোতাহের। প্রথম জীবনে লেখাপড়ার শেষে তিনি চিকিৎসা সেবিকা হিসেবে কাজ করেন বহু বছর। চিকিৎসা সেবিকা হিসেবে ফেঞ্চুগঞ্জের সারকারখানা হাসপাতালই তার প্রথম ও শেষ কর্ম ক্ষেত্র ছিল। মৌলভীবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ স্বনামধন্য আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। মুক্তিযোদ্ধা স্বামীর বাম রাজনীতির তিনি ছিলেন নীরব সমর্থক। তাঁকে রাজনগরের টেংরাবাজার এলাকার কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে।
|